TRENDING:

Sarbamangala Temple Bardhaman: বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির আর জেলায় সীমাবদ্ধ নয়! পোস্ট অফিসের এক পদক্ষেপে ছড়িয়ে পড়ল সর্বস্তরে

Last Updated:

বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের ছবি দিয়ে এবার স্পেশাল কভার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের ছবি দিয়ে এবার স্পেশাল কভার। সৌজন্যে ভারতীয় ডাকবিভাগ। বুধবার বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে উদ্বোধন করা হল এই বিশেষ খাম। বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের খ্যাতি রয়েছে রাজ্যজুড়ে। প্রায় ৩০০ বছরেরও বেশি পুরানো বর্ধমানের এই মন্দির। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন বর্ধমানের এই মন্দিরে। বর্ধমানবাসীর কাছে এই মন্দির একটা আবেগ একটা শ্রদ্ধা, ভক্তির জায়গা। তাই যখন এই মন্দিরের ছবি দিয়ে ডাক বিভাগের তরফে তৈরি হল বিশেষ খাম তখন এই খবরে আনন্দিত হয়েছেন বহু মানুষ।
advertisement

এর আগে বর্ধমানের সীতাভোগ ও মিহিদানার ছবি এবং তথ্য সম্বলিত বিশেষ খাম প্রকাশ করা হয়েছিল। তবে এবার বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের ছবি দিয়েও তৈরি হল বিশেষ খাম। এই প্রসঙ্গে পোস্ট মাস্টার জেনারেল দক্ষিণবঙ্গ ঋজু গাঙ্গুলী জানিয়েছেন , “এই স্পেশাল কভার প্রকাশ করাটা আমাদের ডাক বিভাগের কাছে একটা সম্মানের এবং গর্বের বিষয়। ডাক বিভাগ শুধুমাত্র চিঠিপত্র এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া, অ্যাকাউন্ট খোলা বা জীবনবিমা করার জন্য নয়। ডাক সেবা জনসেবা অর্থাৎ মানুষের বিশ্বাস সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা। যারা বিদেশে আছেন তারাও চাইলে অনলাইনে অর্ডার প্লেস করে এই বিশেষ কভার সংগ্রহ করতে পারবেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মায়ের নাম সারাদেশে পৌঁছে যাবে এই কভারের মাধ্যমে।”

advertisement

আরও পড়ুন: ১ বিঘা জমিতে চাষ করেই লাভ ৮০ হাজার টাকা! এই একটি ফসল চাষ করেই মালামাল হচ্ছেন বর্ধমানের চাষিরা

সর্বমঙ্গলা মন্দির ট্রাস্ট বোর্ডের সদস্য সঞ্জয় ঘোষ বলেন, তারা দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিলেন যাতে সর্বমঙ্গলা মন্দিরকে জাতীয় পর্যায়ে তুলে ধরা যায়। তবে অবশেষে ডাক বিভাগের এই সিদ্ধান্ত তাদের সকলকে গর্বিত করেছে। পূর্ব বর্ধমান জেলার মানুষ সত্যিই অত্যন্ত আনন্দিত। এটি কেবল একটি মন্দির নয় সকলের সংস্কৃতি, ইতিহাস ও লোকবিশ্বাসের একটা প্রতীক।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ট্রাস্ট বোর্ডের সদস্য সঞ্জয় ঘোষ আরও বলেন, “এই ডাক টিকিট ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের ঐতিহ্য সম্পর্কে সচেতন করবে এবং সর্বমঙ্গলা মন্দিরের মাহাত্ম্য আরও ছড়িয়ে পড়বে সারা দেশে। আমরা ডাক বিভাগের আধিকারিকদের আন্তরিক ধন্যবাদ জানাই এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য।” স্থানীয়দের মধ্যেও এই সিদ্ধান্তকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। অনেকেই বলছেন এরপর থেকে এই মন্দিরকে ঘিরে পর্যটকদের মধ্যেও একটা আলাদা উত্তেজনা তৈরি হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sarbamangala Temple Bardhaman: বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির আর জেলায় সীমাবদ্ধ নয়! পোস্ট অফিসের এক পদক্ষেপে ছড়িয়ে পড়ল সর্বস্তরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল