এর আগে বর্ধমানের সীতাভোগ ও মিহিদানার ছবি এবং তথ্য সম্বলিত বিশেষ খাম প্রকাশ করা হয়েছিল। তবে এবার বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের ছবি দিয়েও তৈরি হল বিশেষ খাম। এই প্রসঙ্গে পোস্ট মাস্টার জেনারেল দক্ষিণবঙ্গ ঋজু গাঙ্গুলী জানিয়েছেন , “এই স্পেশাল কভার প্রকাশ করাটা আমাদের ডাক বিভাগের কাছে একটা সম্মানের এবং গর্বের বিষয়। ডাক বিভাগ শুধুমাত্র চিঠিপত্র এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া, অ্যাকাউন্ট খোলা বা জীবনবিমা করার জন্য নয়। ডাক সেবা জনসেবা অর্থাৎ মানুষের বিশ্বাস সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা। যারা বিদেশে আছেন তারাও চাইলে অনলাইনে অর্ডার প্লেস করে এই বিশেষ কভার সংগ্রহ করতে পারবেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মায়ের নাম সারাদেশে পৌঁছে যাবে এই কভারের মাধ্যমে।”
advertisement
আরও পড়ুন: ১ বিঘা জমিতে চাষ করেই লাভ ৮০ হাজার টাকা! এই একটি ফসল চাষ করেই মালামাল হচ্ছেন বর্ধমানের চাষিরা
সর্বমঙ্গলা মন্দির ট্রাস্ট বোর্ডের সদস্য সঞ্জয় ঘোষ বলেন, তারা দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিলেন যাতে সর্বমঙ্গলা মন্দিরকে জাতীয় পর্যায়ে তুলে ধরা যায়। তবে অবশেষে ডাক বিভাগের এই সিদ্ধান্ত তাদের সকলকে গর্বিত করেছে। পূর্ব বর্ধমান জেলার মানুষ সত্যিই অত্যন্ত আনন্দিত। এটি কেবল একটি মন্দির নয় সকলের সংস্কৃতি, ইতিহাস ও লোকবিশ্বাসের একটা প্রতীক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ট্রাস্ট বোর্ডের সদস্য সঞ্জয় ঘোষ আরও বলেন, “এই ডাক টিকিট ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের ঐতিহ্য সম্পর্কে সচেতন করবে এবং সর্বমঙ্গলা মন্দিরের মাহাত্ম্য আরও ছড়িয়ে পড়বে সারা দেশে। আমরা ডাক বিভাগের আধিকারিকদের আন্তরিক ধন্যবাদ জানাই এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য।” স্থানীয়দের মধ্যেও এই সিদ্ধান্তকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। অনেকেই বলছেন এরপর থেকে এই মন্দিরকে ঘিরে পর্যটকদের মধ্যেও একটা আলাদা উত্তেজনা তৈরি হবে।
বনোয়ারীলাল চৌধুরী