Money Making Tips: ১ বিঘা জমিতে চাষ করেই লাভ ৮০ হাজার টাকা! এই একটি ফসল চাষ করেই মালামাল হচ্ছেন বর্ধমানের চাষিরা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Money Making Tips: আখ চাষ করে লাভবান হচ্ছেন পূর্ব বর্ধমান জেলার চাষিরা। এক বিঘা জমিতে চাষ করে অন্ততপক্ষে ৮০ হাজার টাকা লাভের মুখ দেখছেন তারা।
পূর্ব বর্ধমান: আখ চাষ করে লাভবান হচ্ছেন পূর্ব বর্ধমান জেলার চাষিরা। বর্ধমানের আখ বর্তমানে পাড়ি দিচ্ছে ভিন রাজ্যেও। পূর্ব বর্ধমান জেলার পরিচিতি ধানের গোলা নামে হলেও, এই জেলায় ধান চাষের পাশাপাশি আরও বহু জিনিস চাষ হয়। তারই মধ্যে জেলার পূর্বস্থলী ব্লকে ব্যাপক পরিমাণে আখ চাষ করেন চাষিরা। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার আখ চাষ করে অনেকটাই আনন্দিত হচ্ছেন চাষিরা। তার কারণ এবছর আখ বিক্রি করে বেশ মোটা অঙ্কের অর্থ উপার্জন করছেন চাষিরা।
এই প্রসঙ্গে আখ চাষি আমজাদ মণ্ডল বলেন, “অন্যান্য বছর সেভাবে লাভ না হলেও এবছর আমাদের ভাল লাভ হচ্ছে। বিঘা প্রতি আখ বিক্রি করে বেশ ভাল টাকা লাভ হচ্ছে।” পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নসরৎপুর গোয়ালপাড়া সংলগ্ন দুটি আখের আড়ৎ আছে। পূর্বস্থলীর বেশিরভাগ আখ চাষি এখানেই তাঁদের আখ নিয়ে আসেন। দূরদূরান্ত থেকে বহু ক্রেতা এসে এখান থেকে আখ কিনে নিয়ে যান। নসরৎপুরের এই গোয়ালপাড়া আখের আড়ৎ থেকে আখ পাড়ি দেয় কলকাতা, বিহারের মত আরও বিভিন্ন জায়গায়। তীব্র গরমে চাহিদা বেড়েছে আখের রসের।
advertisement
advertisement
স্বভাবতই একই কারণে বাজারে আখেরও এখন প্রচুর চাহিদা। আখের এখন রমরমা বাজার। আর চাহিদা বেশি থাকায় আখের ভাল দামও পাচ্ছেন চাষিরা। মানিক নগর, ডাঙ্গাপাড়া, মাঠের পাড়া, বিদ্যানগর, গুপ্তিপাড়া ইত্যাদি জায়গা থেকে আখ চাষিরা তাদের উৎপাদিত আখ নিয়ে আসেন বর্ধমানের এই আখের আড়তে। তারপর সেই আখ বিক্রি হয়ে চলে যায় আসানসোল, দুর্গাপুর, হাওড়া, কলকাতা, হুগলি, রানিগঞ্জ সহ ভিন জেলাতেও।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আখ চাষি আশরাফ হোসেন বলেন, “এক বিঘা জমিতে আখ চাষ করতে আমাদের খরচ হয় প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। আর এখন এক বিঘা জমির আখের মোট দাম পাচ্ছি ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার পর্যন্ত। আমরা অনেক খুশি লাভ ভালই হচ্ছে।” ভাল দামে আখ বিক্রি করতে পারায় লাভের মুখ দেখছেন চাষিরা। দীর্ঘ পরিশ্রমের পর লাভ ভাল হওয়ায় চরম খুশি চাষিরা। আগামী দিনে এই আখ চাষি সকলেই আরও বেশি পরিমাণে চাষ করবেন বলেও জানিয়েছেন।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 30, 2025 4:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Money Making Tips: ১ বিঘা জমিতে চাষ করেই লাভ ৮০ হাজার টাকা! এই একটি ফসল চাষ করেই মালামাল হচ্ছেন বর্ধমানের চাষিরা