TRENDING:

Post Office : এই পোস্ট অফিসে গেলে বাড়ি ফেরার কোনও 'গ্যারান্টি' নেই! কর্মী, গ্রাহক সকলের মাথায় ছাতা! কী চলছে এখানে?

Last Updated:

Post Office Bad Condition : ছাতা মাথায় কাজ ডাকঘরে। জীবন বাঁচানোর তাগিদে এমন পরিস্থিতি। পোস্ট অফিস ভবনের এতটাই ভগ্নদশা, যেখানে সেখানে ভেঙে পড়ছে বড় বড় চাঙর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মিনাখাঁ, উত্তর ২৪ পরগণা, অনুপম সাহা : বৃষ্টিও নেই, রোদ নেই, তবুও পোস্ট অফিসের কর্মীরা, গ্রাহকরা পোস্ট অফিসের মধ্যে রয়েছেন ছাতা মাথায় দিয়ে। কিন্তু কেন? আসলে জীবন বাঁচানোর তাগিদে এমন পরিস্থিতি। পোস্ট অফিস ভবনের এতটাই ভগ্নদশা, যে যেখানে সেখানে বড় বড় চাঙর ভেঙে পড়ছে। যখন তখন ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। তাই ছাতা মাথায় দিয়ে পোস্ট অফিসের কর্মীরা কাজ করছেন।
ছাতা মাথায় কাজ ডাতঘরে।
ছাতা মাথায় কাজ ডাতঘরে।
advertisement

মাথায় যাতে আঘাত না লাগে, তার জন্য ভরসা ছাতা। এই অবস্থায় সরকারি পরিষেবা দিতে হচ্ছে পোস্ট অফিসের কর্মীদের। আর এই পোস্ট অফিসের গ্রাহকরাও একইভাবে ছাতা মাথায় দিয়ে পোস্ট অফিসে তাদের কাজকর্ম মেটাতে আসছেন। মিনাখাঁর বামনপুকুর ডাকঘরের ঘটনা। এই পোস্ট অফিসের অবস্থা এতটাই খারাপ যে, যেখানে সেখানে চাঙর ভেঙে পড়ছে।

আরও পড়ুন : কী চাষ করলে লাভবান হবেন? এবার চিন্তার দিন শেষ, ‘এই’ ডিভাইস করবে কামাল! SMS’এ মিলবে সব তথ্য

advertisement

দেয়াল ও ছাদে যেভাবে ফাটল ধরেছে, যখন তখন বড় কোন দুর্ঘটনার আশঙ্কা করছেন সকলে। বর্ষাকালে এই পোস্ট অফিসে কোনওরকম পরিষেবা দেওয়া যায় না গ্রাহকদের। কারণ ছাদ ভেদ করে জল ঢুকে যায় ডাকঘরে। অভিযোগ, পোস্টমাস্টার বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু কোনও কাজ হয়নি আজ পর্যন্ত ।

আরও পড়ুন : জলের দরে মিলছে খাট, আলমারি, শোকেশ! কাঠের মেলা থেকে খালি হাতে ফিরছেন না কেউ! কোথায় গেলে পাবেন এই অফার?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

তাই অবশেষে নিজেও ছাতা মাথায় অফিসের পরিষেবা দিতে ব্যস্ত তিনি। পাশাপাশি যারা পোস্ট অফিসের গ্রাহক বা পোস্ট অফিসের পরিষেবা নিতে আসেন, তাদেরও ছাতা মাথায় দিয়ে ভেতরে বসতে বলছেন তিনি। এই ডাকঘরে নতুন ভবন নির্মাণ না করা হলে, কতদিন পরিষেবা দেওয়া সম্ভব হবে, তা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন সকলেই। পাশাপাশি যে কোনও সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Post Office : এই পোস্ট অফিসে গেলে বাড়ি ফেরার কোনও 'গ্যারান্টি' নেই! কর্মী, গ্রাহক সকলের মাথায় ছাতা! কী চলছে এখানে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল