জানা গিয়েছে, সোমবার সকালে অরিজিৎ সিংয়ের বাড়িতে এসে পৌঁছান তিনি। বিশ্বখ্যাত পপ সিঙ্গার তার নিজের বাড়িতে আসায় অত্যন্ত খুশি প্রকাশ করেন অরিজিৎ সিং। এরপর বিকেলে নিজের স্কুটিতে করেই এড শিরনকে নিয়ে বেড়িয়ে পড়েন অরিজিৎ।
advertisement
তারপরেই ভাগীরথী নদীতে পড়ন্ত বিকেলে শিবপুর ঘাট থেকে একসঙ্গে ভাগীরথী বক্ষে নৌকাভ্রমনে বেড়ালেন দুজনে। চলল নৌকা বিহার। এবং সেখানেই চলে গান।
দেশের বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। সম্প্রতি তিনি গান করেই ফিরে এসেছেন জিয়াগঞ্জ শহরে। আর গায়কের বাড়িতে এই পপ গায়ক আসতেই কার্যত হৈ চৈ পড়ে যায় এলাকায়।
গায়ক অরিজিৎ সিং কে দেখার জন্য ভাগীরথী নদীর তীরে ভিড় জমান অরিজিৎ অনুগামীরা। ঠিক তেমনই পপ গায়কেও এক ঝলক দেখার জন্য ভিড় জমান অনেকেই।
এড শিরন একজন ব্রিটিশ গায়ক-গীতিকার, গিটারিষ্ট এবং রেকর্ড প্রযোজক। ভারতে মাঝে মাঝেই আসেন তিনি। তবে সোমবার এবার এই বিখ্যাত গায়ক হঠাৎই মুর্শিদাবাদ জেলা সফরে আসেন। সুত্রের খবর, নির্ধারিত সুচি অনুযায়ী পরিকল্পিত ভাবেই এই বিদেশী গায়কের সফর।
তবে গায়ক অরিজিৎ সিংয়ের বাড়িতে এসে মধ্যাহ্ন ভোজন সম্পন্ন করেই বিকালে নৌকা বিহারে দুজনকেই গান করতে দেখা যায়। রাত্রি যাপন করবেন জিয়াগঞ্জে বলেই জানা গিয়েছে।
কৌশিক অধিকারী