পুরুলিয়ার এই প্রান্তিক গ্রামে প্রায় ৩০০ টি পরিবারের বসবাস। স্বাধীনতার পর পেরিয়েছে এতগুলো বছর, কিন্তু এই গ্রামে আজও নেই কোনও রাস্তা। জোড়ডি গ্রাম থেকে তিলোকডি মোড় পর্যন্ত প্রায় তিন থেকে চার কিমি রাস্তা খানাখন্দে ভরা। যার ফলে বর্ষার সময় গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স। পাকা রাস্তা পর্যন্ত ডুলিতে করে নিয়ে যেতে হয় গর্ববতী মহিলা ও অসুস্থদের। রাস্তা বেহাল থাকার কারণে একটা সময় ঘোড়া ব্যবহার করতেন এই গ্রামের বাসিন্দারা। এখন আর ঘোড়ার ব্যবহার না হলেও ডুলিতে করে অসুস্থ রোগীদের নিয়ে যেতে হয়।
advertisement
আরও পড়ুন: স্বাধীনতার এতদিন পর পাকা হচ্ছে কাঠের সেতু
তাই অবিলম্বে রাস্তার দাবি জানিয়েছেন এই গ্রামের বাসিন্দারা। তার জন্য প্রয়োজন পড়লে তাঁরা নিজেদের জমি ছাড়তেও রাজি আছেন। এদিকে শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন গ্রাম পঞ্চায়েত প্রধান অষ্টমী কুইরি।
শর্মিষ্ঠা ব্যানার্জি