Concrete Bridge: স্বাধীনতার এতদিন পর পাকা হচ্ছে কাঠের সেতু
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Concrete Bridge: কাঠের সাঁকো পাকা করার জন্য ১ কোটি ৬৮ লক্ষ ৭২ হাজার টাকা খরচ করে সেতু নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। যোগাযোগের এই মাধ্যম সংস্কার হতেই মুখে হাসি ফুটেছে গ্রামবাসীদের মুখে
উত্তর ২৪ পরগনা: স্বাধীনতা পরবর্তী সময় থেকে বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার গ্রামের বাসিন্দার পুর এলাকার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল কাঠের সাঁকো। বিদ্যাধরী নদীর নোনাগাঙের উপর দীর্ঘ কয়েক বছর ধরেই বেহাল অবস্থায় ছিল এই কাঠের সেতুটি। নানা সময়ে ঘটত ছোট-বড় দুর্ঘটনা। অবশেষে বদলাতে চলেছে কাঠের সাঁকোর বেহাল ছবি।
এই কাঠের সাঁকো পাকা করার জন্য ১ কোটি ৬৮ লক্ষ ৭২ হাজার টাকা খরচ করে সেতু নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। যোগাযোগের এই মাধ্যম সংস্কার হতেই মুখে হাসি ফুটেছে গ্রামবাসীদের। জানা গিয়েছে, অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, জেলা প্রশাসন এবং সেচ দফতরের উদ্যোগে স্থানীয় পঞ্চায়েতের তত্ত্বাবধানে অল্প কিছুদিনের মধ্যেই রূপ পাবে বিদ্যাধরী খালের উপর গড়ে ওঠা কংক্রিটের পাকা সেতুটি।
advertisement
advertisement
হিজলিয়া, মোমিনপুর সহ একাধিক গ্রামের মানুষের নিত্য দিনের ব্যবহারের জন্য লম্বায় প্রায় ১২০ ফুটের কাঠের সেতুটি দীর্ঘদিন ধরে পরিষেবা দিয়ে এলেও বেশ কয়েক বছর ধরে তা রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়ে। কাঠের পাঠাতন খসে চলাচলের অযোগ্য হয়ে ওঠে। পারাপারের ক্ষেত্রে বহু সময় দুর্ঘটনারও সম্মুখীন হন গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে এই কাঠের সেতু পাকা করার দাবি উঠছিল স্থানীয়দের পক্ষ থেকে। সেই দাবি মেনেই অবশেষে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। জানা গিয়েছে, আগামী ছয় মাসের মধ্যেই শেষ হয়ে যাবে এই সেতু তৈরির কাজ।
advertisement
রুদ্রনারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 10, 2024 8:02 PM IST







