আরও পড়ুন: শীতের রাতে বাসস্ট্যান্ড থেকে প্ল্যাটফর্ম হানা দিল এই যুবকেরা! তারপর…
তাদের দাবি নিকাশি ব্যবস্থা ঠিক না হওয়ার কারণে পিচের রাস্তার মাঝেই সামান্য বৃষ্টিতেই জমে যায় জল আর তার ফলেই ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা। এই পথ দিয়েই জাতীয় সড়ক এড়িয়ে খুব সহজে কল্যাণীতে পৌঁছানো যায় কিন্তু বছরের অধিকাংশ সময় রাস্তা খারাপ হওয়ার কারণে মাঝেমধ্যেই ঘুরছে দুর্ঘটনা বিশেষত রাতে পর্যাপ্ত আলো না থাকার কারণে আরও ভয়াবহ পরিস্থিতি। অথচ এই পথ দিয়েই বিভিন্ন জনপ্রতিনিধি সরকারি আধিকারিক পুলিশ প্রশাসন সকলেই যাতায়াত করেন কিন্তু এ নিয়ে মাথাব্যথা নেই কারোর।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
যদিও পঞ্চায়েত প্রধান জানিয়েছেন জেলা পরিষদ থেকে এই রাস্তা মঞ্জুর হয়ে গেছে, শীঘ্রই কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেন তিনি। তবে অসুবিধার বিষয়ে এলাকাবাসীদের সঙ্গে একমত তিনিও, কারণ হিসেবে তিনি বলেন গ্যাসের পাইপ বসাতে গিয়ে এ রাস্তাটি আরও ক্ষতিগ্রস্ত হয়েছিল।
Mainak Debnath