South 24 Parganas News: শীতের রাতে কনকনে ঠাণ্ডায় স্টেশনে একদল যুবক! যা কাণ্ড বাঁধালেন, অবাক হয়ে দেখল সবাই
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
শীতের রাতে কনকনে ঠাণ্ডায় একদল যুবক যা কাণ্ড ঘটালেন তা মনে রাখার মতই
দক্ষিণ ২৪ পরগনা: ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। শীতের দিন মানে উচ্চ ও মধ্যবিত্তদের কাছে একটা উৎসবের সময়। কিন্তু এদের কাছে আর পাঁচটা মানুষদের মত নয়। সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য এই শীত নিয়ে আসে এক ভয়াবহ দুর্ভোগ। শীত, গ্রীষ্ম, বর্ষা, খোলা আকাশের নীচে ওদের বাস। কেউ প্লাস্টিকের ছাউনির নীচে রাত কাটায়। আবার কেউ কেউ খোলা আকাশের নিচে বছরের পর বছর রাত কাটিয়ে ফেলছে। ঝড় ঝাপটার ভয়ে কারো আবার উড়ালপুল বা সেতুর নীচেই বাস। আবার স্টেশনে স্টেশনে নিজের সংসার তৈরি করে ফেলেছে। কারো বাবা-মা, ভাই-বোন থেকেও নেই। কারো আবার তাও নেই।
দক্ষিণ বারাসতের এই যুবকেরা মনে করেন প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানো। তাহলে হয়ত এই শীতের দিনে মানুষগুলোর কষ্ট কিছুটা হলেও শান্তি পাবে। বাস ও ট্রেন স্টেশনে, বাজার-ঘাটে রাতের বেলা অনেক অসহায় মানুষকে পড়ে থাকতে দেখা যায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাকি সবাই যখন লেপ-কম্বল গায়ে জড়িয়ে দীর্ঘ রাতে নির্দ্বিধায় ঘুমায়। তখন তাদের রাত কাটে শীতের প্রকোপে জবুথবু হয়ে। যার পেটে ভাত নেই তার গায়ে গরম কাপড় জুটবে কোথায় থেকে। তখন তাদের সাহায্যে একটু এগিয়ে আসতে হবে বাকীদের। এমনই ছবি ধরা পড়ল দক্ষিণ বারাসাতে, এলাকার কয়েকটি যুবক তাদের নিজের জমানো টাকায় শিয়ালদহ দক্ষিণ শাখা বিভিন্ন স্টেশনে শীতের রাতে অসহায় মানুষের কম্বল তুলে দিলেন। সেই সঙ্গে তারা অন্যান্য মানুষকে দুঃস্থদের জন্য এগিয়ে আসার বার্তা দিলেন।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 20, 2024 1:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: শীতের রাতে কনকনে ঠাণ্ডায় স্টেশনে একদল যুবক! যা কাণ্ড বাঁধালেন, অবাক হয়ে দেখল সবাই