TRENDING:

Nadia News: দুলন্ত সেতুতে ঝুঁকির যাতায়াত! কবে মিলবে মুক্তি! যা জানাল নান্দাই পঞ্চায়েত

Last Updated:

বর্ষার সময় সেতু দিয়ে পারাপার করা রীতিমত ভয়ঙ্কর হয়ে ওঠে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নান্দাই: নান্দাই পঞ্চায়েতের অন্তর্গত নতুনগ্রাম ও ঘুঘুডাঙ্গার মধ্যে দিয়ে বয়ে চলেছে গুরজোয়ানি নদী। নদী পারাপারের জন্য রয়েছে একমাত্র সম্বল একটি বাঁশের তৈরি ব্রিজ। এই ব্রিজের ওপর ভরসা করেই প্রতিদিন স্কুল পড়ুয়ারা যাচ্ছে স্কুলে। মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালে যেতে হলেও ভরসা এই বাঁশের ব্রিজ। চাষাবাদ করে ফসল নিয়ে ফেরাও এই ব্রিজের ওপর দিয়েই। এছাড়াও নিত্য প্রয়োজনীয় কাজ কর্ম বাজার ঘাট সমস্ত কিছুই সারতে হয় এই ব্রিজের ওপর দিয়েই।
advertisement

বছরের অন্য সময়গুলোতে এই নদীর জল অনেকটাই শুকিয়ে যায়। যে কারণে নদী তীরবর্তী রাস্তাটি শুকনো থাকে, যা মানুষজনের চলাচলের পক্ষে অনেকটাই সুবিধা হয়। কিন্তু বর্ষার সময় বর্ষার জল পেয়ে এই নদী ফুলে ফেঁপে ওঠে। বেড়ে যায় নদীর জলস্তর এবং নদীর তীরবর্তী কাঁচা রাস্তাটি ও কাদা জল খানাখন্দে ভরে যায়। যা চলাচলের পক্ষে একেবারেই অযোগ্য হয়ে ওঠে। তখন এই সেতু দিয়ে পারাপার করা রীতিমত ভয়ঙ্কর হয়ে ওঠে।

advertisement

আরও পড়ুন: দোল যাত্রায় বাজি পোড়ানো! দেখতে কাতারে কাতারে ভিড় এপাড়া থেকে ওপাড়ার! কোথায় রয়েছে এমন ট্র্যাডিশন

বর্তমানে এই সেতুটির বেশ কিছুটা অংশ খারাপ হয়ে গেছে। মোটরবাইক বা এমনি চলাচলের সময় সেতুটি দুলছে। অনেকেই এই সেতু পারাপারের সময় দুর্ঘটনার কবলেও পড়েছেন। বর্তমানে এলাকাবাসীরা এখানে একটি পাকা সেতুর দাবি তোলেন। যদিও এ দাবি তাদের বহুদিনের। নান্দাই পঞ্চায়েতের প্রধান রাখি হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রত্যেক বছরই পঞ্চায়েতের তরফ থেকে সেতুটিকে মেরামত করে দেওয়া হয় এবং যাতে এখানে একটি পাকা সেতু নির্মাণ করা হয় সেই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছেন তারা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এছাড়াও তিনি জানান, এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছেন এবং এখানে একটি পাকা সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন। বর্তমানে সেতুটির যেই অংশটি ভেঙে গেছে পঞ্চায়েতের তরফ থেকে যত তাড়াতাড়ি সম্ভব সেটিকে ঠিক করে দেওয়ার ব্যবস্থা করা হবে এমনটাই এদিন জানান তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যাত্রী সাথী অ‍্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ‍্যাম্বুলেন্স! নয়া পরিষেবা চালু দুর্গাপুরে
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: দুলন্ত সেতুতে ঝুঁকির যাতায়াত! কবে মিলবে মুক্তি! যা জানাল নান্দাই পঞ্চায়েত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল