TRENDING:

Howrah News: পুকুরের মাছ বাঁচাতে গিয়ে ছুটে আসছে নতুন বিপদ! ভারসাম্য ক্ষয়ক্ষতির মুখে পড়ছে পরিবেশ

Last Updated:

পুকুরের মাছ বাঁচাতে গিয়ে ক্ষতি হচ্ছে পরিবেশের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: মাছ বাঁচাতে পুকুরে পাতা জালে জীবন হারাচ্ছে পাখিরা! চাষাবাদি পুকুরে টাঙান হচ্ছে সুক্ষ্ম নাইলন জাল, তাতেই বিপদ বাড়ছে পশু-পাখির। পুকুরে লাগানো জাল পরিবেশের পক্ষে ক্ষতিকর প্রভাব ফেলছে। বর্তমান সময়ে অধিকাংশ আবাদি পুকুরে দেখা যাচ্ছে নাইলন জাল। পুকুরে মাছ শিকার করতে নেমে বক পানকৌড়ি মাছরাঙা আটকে পড়ছে। কম বেশি প্রায় সমস্ত পুকুরে লক্ষ্য করলে দেখা যাবে যত্রতত্র জাল লাগানো রয়েছে। সেই জালে আটকে থাকতে দেখা যাবে নানা পাখি। এটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের চোখে। এতে দারুণ ভাবে ভাবিয়ে তুলেছে পরিবেশ কর্মীদের। পাখিদের বিপদ বাড়াচ্ছে পুকুরে পাতা জাল ও নাইলন মাঞ্জা সুতো। এ থেকে পাখিদের প্রাণ বাঁচবে কিভাবে। ভীষণভাবে ভাবিয়ে তুলছে।
advertisement

পুকুরে লাগানো জালে একের পর এক পাখির নিথর দেহ ঝুলছে। এভাবেই বিপদ বাড়ছে ওদের। পুকুরে মাছ শিকার করতে নেমে কারও পা, কারও ডানা আটকে পড়ছে। যতই খোলার চেষ্টা করে ততই জড়িয়ে পরে পাখির দেহ। একসময় ক্ষতবিক্ষত হয়ে প্রাণ যাচ্ছে পাখিদের। এ বিষয়ে স্থানীয় পরিবেশ কর্মীদের অনবরত প্রচার অভিযান চললেও মিলছে না সুফল। গত কয়েকদিন আগেও হাওড়ার মাজু’তে একটি পুকুরে একসঙ্গে চারটি সাদা বক আটকে ঝুলতে দেখা গেল। একটি পুকুরে লাগানো জালে একসঙ্গে চার চারটি বকের দেহ ঝুলছে। এই ঘটনায় স্থানীয় মানুষকেও ভাবিয়ে তুলল। কোনটি এক সপ্তাহ কোনটি পাঁচ দিন আবার কোনটি চার দিন এভাবে দিন কয়েক অন্তর আটকেছে বকগুলি। প্রতিটি বকের দেহের নানা অংশে ক্ষত সৃষ্টি হয়ে মৃত্যু ঘটে।

advertisement

আরও পড়ুন: ডাবের জলের পাশাপাশি নারকেলের চিপস, চকোলেট, আইসক্রিম বিক্রি করেই মালামাল! পাবেন বিশাল ভর্তুকি! জেনে নিন

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

স্থানীয়রা খবর দেয় ‘ফিউচার ফর নেচার’ সংগঠনের সদস্য পরিবেশ কর্মী সৌরভ দত্ত’কে। এরপর ঘটনাস্থলে পৌঁছয় সৌরভ। স্থানীয় মানুষকে সচেতনতার পাশপাশি খবর দেওয়া হয় বন দফতরে। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই পুকুরে লাগান জাল কেটে বকগুলিকে উদ্ধার করে। এ প্রসঙ্গে পরিবেশকর্মী সৌরভ দত্ত জানান, “যতদিন গড়াচ্ছে ততই চিন্তা বাড়াচ্ছে পুকুরে পাতা জাল। পুকুরে লাগানো জালে আটকে প্রতিনিয়ত মৃত্যুর মুখে পড়ছে মাছরাঙা বক, পানকৌড়ি, পেঁচা, কাক, পায়রা সহ নানা পাখি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়!
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: পুকুরের মাছ বাঁচাতে গিয়ে ছুটে আসছে নতুন বিপদ! ভারসাম্য ক্ষয়ক্ষতির মুখে পড়ছে পরিবেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল