পুকুরে লাগানো জালে একের পর এক পাখির নিথর দেহ ঝুলছে। এভাবেই বিপদ বাড়ছে ওদের। পুকুরে মাছ শিকার করতে নেমে কারও পা, কারও ডানা আটকে পড়ছে। যতই খোলার চেষ্টা করে ততই জড়িয়ে পরে পাখির দেহ। একসময় ক্ষতবিক্ষত হয়ে প্রাণ যাচ্ছে পাখিদের। এ বিষয়ে স্থানীয় পরিবেশ কর্মীদের অনবরত প্রচার অভিযান চললেও মিলছে না সুফল। গত কয়েকদিন আগেও হাওড়ার মাজু’তে একটি পুকুরে একসঙ্গে চারটি সাদা বক আটকে ঝুলতে দেখা গেল। একটি পুকুরে লাগানো জালে একসঙ্গে চার চারটি বকের দেহ ঝুলছে। এই ঘটনায় স্থানীয় মানুষকেও ভাবিয়ে তুলল। কোনটি এক সপ্তাহ কোনটি পাঁচ দিন আবার কোনটি চার দিন এভাবে দিন কয়েক অন্তর আটকেছে বকগুলি। প্রতিটি বকের দেহের নানা অংশে ক্ষত সৃষ্টি হয়ে মৃত্যু ঘটে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়রা খবর দেয় ‘ফিউচার ফর নেচার’ সংগঠনের সদস্য পরিবেশ কর্মী সৌরভ দত্ত’কে। এরপর ঘটনাস্থলে পৌঁছয় সৌরভ। স্থানীয় মানুষকে সচেতনতার পাশপাশি খবর দেওয়া হয় বন দফতরে। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই পুকুরে লাগান জাল কেটে বকগুলিকে উদ্ধার করে। এ প্রসঙ্গে পরিবেশকর্মী সৌরভ দত্ত জানান, “যতদিন গড়াচ্ছে ততই চিন্তা বাড়াচ্ছে পুকুরে পাতা জাল। পুকুরে লাগানো জালে আটকে প্রতিনিয়ত মৃত্যুর মুখে পড়ছে মাছরাঙা বক, পানকৌড়ি, পেঁচা, কাক, পায়রা সহ নানা পাখি।
রাকেশ মাইতি





