Sindoor Tree: কেমিক্যালের বদলে প্রাকৃতিক! বীরভূমে বাড়ছে জৈব সিঁদুরের চাহিদা, গাছের ফল থেকেই তৈরি হয় প্রাকৃতিক আবির ও খাবারের রং!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Sindoor Tree: কেমিক্যাল সিঁদুরকে বিদায়! বীরভূমে বাড়ছে জৈব সিঁদুরের কদর। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের হাতে লাগানো সেই বিরল সিঁদুর গাছ নিয়ে আগ্রহ বাড়ছে পর্যটকদের মধ্যে।
বীরভূম, সৌভিক রায়: পরিবেশবান্ধব জৈব সিঁদুর তৈরিতে আগ্রহ বাড়ছে বীরভূম জেলার পাশাপাশি বিহার এবং উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি, মুম্বইয়ে। কেমিক্যাল সিঁদুরের থেকে মুখ ফেরাচ্ছেন সেখানকার পাশাপাশি বীরভূমের বহু গ্রাহকেরা। তার বদলে মেটে সিঁদুর ব্যবহারে আগ্রহ বেড়েছে বিবাহিত মহিলাদের। ফলে চাহিদাও বাড়ছে। আর এই বীরভূমের মধ্যে অবস্থিত বোলপুর শান্তিনিকেতনে বিরল সিঁদুর গাছের সমারোহ। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে নতুন মাত্রা নিয়ে এসেছে এই গাছ।
বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীর আশ্রম চত্বরে এই বছর বিপুল পরিমাণে ফল ধরেছে সিঁদুর গাছে। মূলত এই গাছের দর্শন পাহাড়ি অঞ্চলে দেখা গেলেও শান্তিনিকেতনে বহু বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের হাতে দেশ ও বিদেশ থেকে এনে সেইসব বিশেষ গাছগুলি লাগিয়েছিলেন, তারই অন্যতম এই সিন্দুর গাছ।
আরও পড়ুন: রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস পাশাপাশি
আশ্রমের নীরব, সবুজ পরিবেশে বর্তমানে সেই গাছ রীতিমতো নতুন সৌন্দর্য যোগ করেছে। স্থানীয়ভাবে পরিচিত এই ভেষজ সিন্দুরের ফল থেকে তৈরি হয় প্রাকৃতিক সিঁদুর, আবির এবং বিভিন্ন খাবারের রং। বহু সধবা মহিলা আজও ঐতিহ্য মেনে এই প্রাকৃতিক সিঁদুর ব্যবহার করে থাকেন। প্রকৃতিবিদদের মতে, গাছটির বৈশিষ্ট্য ও বহুমুখী ব্যবহার এই গাছটিকে বিশেষ গুরুত্ব দেয়।
advertisement
advertisement
আরও পড়ুন: বীরভূমবাসীদের জন্য় সুখবর! বরাদ্দ হয়েছে ৫০ কোটি টাকা, সংস্কার হবে জাতীয় সড়কের উপর থাকা ১৩ সেতু
এই মুহূর্তে আশ্রম চত্বরে থাকা সিন্দুর গাছে একের পর এক লালচে, রোমশ ফলের সমাহার নজর কাড়ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে বোলপুর শান্তিনিকেতনে আগত পর্যটক এবং আশ্রমিকদের। প্রকৃতির সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে শান্তিনিকেতনের পরিবেশে এক বিশেষ আবহ সৃষ্টি করেছে এই বিরল সিঁদুর গাছ।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
November 20, 2025 1:35 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sindoor Tree: কেমিক্যালের বদলে প্রাকৃতিক! বীরভূমে বাড়ছে জৈব সিঁদুরের চাহিদা, গাছের ফল থেকেই তৈরি হয় প্রাকৃতিক আবির ও খাবারের রং!
