প্রতিদিন হাজার হাজার মানুষ বাধ্য হয়ে এই পচা পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ঘটা করে রাজ্যজুড়ে পালিত হচ্ছে পরিবেশ দিবস, পরিচ্ছন্নতা দিবস। অথচ হুগলির আরামবাগ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের আণ্ডি মহল সংলগ্ন পুকুরটি সংস্কারের জন্য উদ্যোগ নিতে এগিয়ে আসেনি কেউ। এমন অবস্থা সত্ত্বেও স্থানীয় বাসিন্দাদের পুকুরে ময়লা ফেলা আটকানো যাচ্ছে না। এলাকার মানুষের কাছে মসজিদ তলা পির পুকুর নামে এটি পরিচিত। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, একসময় পুকুরটির জল ছিল কাচের মতো স্বচ্ছ। জলের তলায় একটি পাতা পড়লেও তা দেখা যেত। এই পুকুরের জল পান করাও হত। কিন্তু এলাকায় বসতি এবং ভাড়াটে বাড়ার সঙ্গে সঙ্গে তা নোংরা হতে শুরু করে। এলাকায় নতুন আসা বাসিন্দারা বাড়ির যাবতীয় আবর্জনা ওই পুকুরে ফেলতে শুরু করেন। তারপর থেকেই গোটা ছবিটা বদলে যায় বলে পুরনো মানুষজনের দাবি।
advertisement
আরও পড়ুন: ডিসেম্বর মাসের শেষেই ক্যাশলেস পরিষেবা মিলতে পারে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে
বর্তমানে এই পুকুরের পাশ দিয়ে যেতে গেলে পচা গন্ধের জেরে নাকে রুমাল চাপা দিতে হয়। পুকুরের পাড়ে গিয়ে দেখা গেল, মানুষের নিত্য ব্যবহার্য তরকারি, শৌচালয়ের নোংরা জল ফেলা হচ্ছে পুকুরটিতে। পুকুরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে প্লাস্টিকের প্যাকেট, চায়ের কাপ, থার্মোকলের থালা, বাটি আরও কত কী। এই অবস্থায় এলাকার বেশ কিছু মানুষ চাইছেন, পুরসভা উদ্যোগ নিয়ে দ্রুত পুকুরটি সংস্কার করুক। না হলে এলাকায় অসুখ-বিসুখ বাড়বে।
শুভজিৎ ঘোষ