TRENDING:

Hooghly News: শহরের মাঝে পুকুর হয়ে গেল ডাস্টবিন! গোটাটা জানলে ভিড়মি খাবেন

Last Updated:

প্রতিদিন হাজার হাজার মানুষ বাধ্য হয়ে এই পচা পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আরামবাগ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের আণ্ডি মহল সংলগ্ন পুকুরটি সংস্কারের জন্য উদ্যোগ নিতে এগিয়ে আসেনি কেউ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: শহরের একেবারে কেন্দ্রস্থলে পুকুরটি ছিল বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন। কিন্তু এখন আর তা বোঝার উপায় নেই। গোটা পুকুরটাই এখন আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। যার ফলে ছড়াচ্ছে দূষণ। জলাশয়জুড়ে ছড়িয়ে আছে আবর্জনা। পচা দুর্গন্ধে এলাকায় টেকা দায় হয়ে দাঁড়িয়েছে।
advertisement

প্রতিদিন হাজার হাজার মানুষ বাধ্য হয়ে এই পচা পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ঘটা করে রাজ্যজুড়ে পালিত হচ্ছে পরিবেশ দিবস, পরিচ্ছন্নতা দিবস। অথচ হুগলির আরামবাগ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের আণ্ডি মহল সংলগ্ন পুকুরটি সংস্কারের জন্য উদ্যোগ নিতে এগিয়ে আসেনি কেউ। এমন অবস্থা সত্ত্বেও স্থানীয় বাসিন্দাদের পুকুরে ময়লা ফেলা আটকানো যাচ্ছে না। এলাকার মানুষের কাছে মসজিদ তলা পির পুকুর নামে এটি পরিচিত। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, একসময় পুকুরটির জল ছিল কাচের মতো স্বচ্ছ। জলের তলায় একটি পাতা পড়লেও তা দেখা যেত। এই পুকুরের জল পান করাও হত। কিন্তু এলাকায় বসতি এবং ভাড়াটে বাড়ার সঙ্গে সঙ্গে তা নোংরা হতে শুরু করে। এলাকায় নতুন আসা বাসিন্দারা বাড়ির যাবতীয় আবর্জনা ওই পুকুরে ফেলতে শুরু করেন। তারপর থেকেই গোটা ছবিটা বদলে যায় বলে পুরনো মানুষজনের দাবি।

advertisement

আরও পড়ুন: ডিসেম্বর মাসের শেষেই ক্যাশলেস পরিষেবা মিলতে পারে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে

বর্তমানে এই পুকুরের পাশ দিয়ে যেতে গেলে পচা গন্ধের জেরে নাকে রুমাল চাপা দিতে হয়। পুকুরের পাড়ে গিয়ে দেখা গেল, মানুষের নিত্য ব্যবহার্য তরকারি, শৌচালয়ের নোংরা জল ফেলা হচ্ছে পুকুরটিতে। পুকুরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে প্লাস্টিকের প্যাকেট, চায়ের কাপ, থার্মোকলের থালা, বাটি আরও কত কী। এই অবস্থায় এলাকার বেশ কিছু মানুষ চাইছেন, পুরসভা উদ্যোগ নিয়ে দ্রুত পুকুরটি সংস্কার করুক। না হলে এলাকায় অসুখ-বিসুখ বাড়বে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: শহরের মাঝে পুকুর হয়ে গেল ডাস্টবিন! গোটাটা জানলে ভিড়মি খাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল