গ্রামবাসীদের বাড়ির উঠোন, ঘরের মেঝে সবকিছুর দখল নিয়েছে জমা জল। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই বেশ কিছু পরিবার আশ্রয় নিয়েছে একতলার ছাদে। নাওয়া-খাওয়া প্রায় বন্ধ। নোংরা জমা জলে জলে থৈ থৈ করছে শৌচালয় ও রান্নাঘর। এই চরম ভোগান্তির মেয়াদ প্রায় সপ্তাহ পেড়িয়েছে। কোথাও হাঁটু সমান তো কোথাও কোমর সমান জল দাঁড়িয়ে। আবার জায়গায় তো বুক সমান জলও জমে আছে।
advertisement
আরও পড়ুন: লক্ষাধিক মানুষকে বিপাকে ফেলে ভেঙে পড়ল বিদ্যাধরী খালের সেতু
জমা জলে দারুন প্রভাব পড়েছে স্থানীয় পড়ুয়াদের। একটানা স্কুল ছুটি করা অসম্ভব। বহু ছাত্র-ছাত্রীর পরীক্ষা চলছে। ফলে সমস্যা আরও বেড়েছে। নোংরা আবর্জনা ভর্তি এই বিষাক্ত জল পেরিয়ে স্কুলে পৌঁছচ্ছে ছাত্র-ছাত্রীরা। এই নোংরা জলের উপর দিয়ে নিয়মিত যেতে হওয়ায় বড়োসড় অসুখ হতে পারে বলে অনেকের আশঙ্কা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাওড়া শহর ও শহরতলির বেশ কিছু এলাকায় বর্ষা মানেই জমা জলের ভোগান্তি। সেই সমস্ত এলাকা এবার সময়ের আগেই জলে ভাসছে। এবার অতি বৃষ্টির কারণে নতুন করে বহু এলাকায় জমা জলের সমস্যা দেখা দিয়েছে। ডোমজুড়ের সলপ-১ গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন স্থান থেকে কয়েক হাজার মানুষ জমা জলের দুর্ভোগে নাজেহাল। স্থানীয় মানুষের অভিযোগ, নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার কারণে এই ভোগান্তি। অন্যদিকে পুকুর ও জলাজমি ভরাটের ফলে সহজে জল নামছে না এলাকায়।