TRENDING:

Nadia News: অর্থের বিনিময়ে মহিলা সমিতির সমান্তরাল আইনি ব্যবস্থা! তাদের জন্য সতর্কবার্তা পুলিশের

Last Updated:

দাম্পত্য কলহ কিংবা পারিবারিক সাংসারিক সমস্যা সমাধানের নামে অর্থের বিনিময়ে যারা মহিলা সমিতির নামে সমান্তরাল আইনি ব্যবস্থা চালাচ্ছে, তাদের জন্য সতর্কবার্তা রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদারের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মৈনাক দেবনাথ, নদিয়া: আইনি বিচার্য্য বিষয়কে প্রভাবিত করার দায়ে গ্রেফতার পর্যন্ত হতে পারেন! এ বিষয়ে সাবধান করলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার, জানালেন প্রতিটা থানায় রয়েছে একজন লিগ্যাল অ্যাডভাইজার। দাম্পত্য কলহ কিংবা পারিবারিক সাংসারিক সমস্যা, অথবা, শরিকি ঝামেলা সমাধানের নামে অর্থের বিনিময়ে যারা মহিলা সমিতির নামে সমান্তরাল আইনি ব্যবস্থা চালাচ্ছে, তাদের জন্য সতর্কবার্তা রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদারের। মহিলা সমিতির নামে বাড়িতে গিয়ে হুমকি ও হেনস্থা করার ঘটনা ঘটলেই নির্ভয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করার পরামর্শ অ্যাডিশনাল এসপির।
পুলিশ নিতে চলেছে কঠোর ব্যবস্থা
পুলিশ নিতে চলেছে কঠোর ব্যবস্থা
advertisement

প্রসঙ্গত এ বিষয়ে তিনি জানান প্রায় প্রত্যেকটি থানাতেই একজন লিগ্যাল অ্যাডভাইজার থাকেন বিভিন্ন বিষয়ে আইনি পরামর্শদাতা হিসেবে তারা তো রয়েছেন, এছাড়াও, প্রত্যেক থানার আইসি কিংবা ওসি সর্বদা সচেষ্ট রয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে কিছু ভিডিও দেখে বিভ্রান্ত হয়ে নানান সমস্যা সমাধান করতে স্বঘোষিত দুই এক জন মহিলা গোষ্ঠী অথবা মহিলা সমিতিকে সমাধানের উদ্দেশ্যে বাড়িতে ডাকছেন অথবা তাদের আমন্ত্রণকে সম্মতি দিচ্ছেন। কিন্তু এটা কখনওই আইনগ্রাহ্য নয় বরং বেআইনি।

advertisement

সূত্রের খবর, গত বেশ কয়েক বছর যাবৎ রানাঘাট পুলিশ জেলার হাসখালি, বগুলা, রানাঘাট সহ একাধিক জায়গায় ব্যাঙের ছাতার মতন সমাজ সেবার নামে গজিয়ে উঠেছে বিভিন্ন মহিলা গোষ্ঠী সমিতি। বেশিরভাগ ক্ষেত্রেই NGO রেজিস্ট্রেশন করে বিভিন্ন নামের মহিলা সমিতি খুলে টাকার বিনিময়ে আদালতে বিচারাধীন হোক বা না হোক, সালিশি সভা স্টাইলে সাংসারিক ও পারিবারিক সমস্যা সমাধানের নামে তোলাবাজি চালাচ্ছে এমনটাই অভিযোগ উঠে আসছে। কিছু ক্ষেত্রে এই মহিলা সমিতি গুলির অত্যাচারে অতিষ্ঠ হলেও তাদের ভয়ে অনেকেই পুলিশ এর কাছে অভিযোগ জানাচ্ছে না। ফলে নির্দ্বিধায় সমান্তরাল আইনি ব্যবস্থা চালাচ্ছে মহিলা গোষ্ঠী কিংবা সমিতি গুলি। এবং তা সামাজিক মাধ্যমে প্রকাশের মধ্যে দিয়ে মানুষকে আরও বিভ্রান্ত করা হচ্ছে ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ভিক্ষা করে অনাথ শিশুদের চিকি‍ৎসক, ইঞ্জিনিয়ার, উকিল তৈরি করে চলেছেন স্বপ্নপূরণের কারিগর
আরও দেখুন

সম্প্রতি হাঁসখালি, কৃষ্ণগঞ্জ, রানাঘাট সহ একাধিক জায়গায় ঘটা এমন বিষয় সামনে আসায় নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। আর তাই এবার সাংবাদিক সম্মেলন করে মানুষকে এদের বিরুদ্ধে আইনের পথে যাওয়ার কথা বললেন অতিরিক্ত পুলিশ সুপার। এদিন তিনি আশ্বাস দিয়েছেন অভিযোগ জমা হলে এই সব মহিলা সমিতি গুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি এও উল্লেখ করেন প্রায় একই উচ্চারিত নামের একটি সমিতি হয়তো ভালো কাজ করছে কিন্তু অন্য সমিতি খারাপ কাজ করছে এক্ষেত্রে ভালো কাজের যেমন প্রশংসার দাবি রাখে তেমনই খারাপ কাজের জন্য রয়েছে আইনি কঠোর ব্যবস্থা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: অর্থের বিনিময়ে মহিলা সমিতির সমান্তরাল আইনি ব্যবস্থা! তাদের জন্য সতর্কবার্তা পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল