অবশেষে গাজিয়াবাদের থেকে ধূলাগড়ের উদ্দেশেআসা ওই পণ্যবাহী কন্টেনারটির হদিশ মিলল কল্যাণী এক্সপ্রেসের ধারে বাসুদেবপুর মোড় এলাকায়। কিন্তু গত তিনদিন ধরে এই জায়গায় কন্টেইনারটি রেখে চালক ও খালাসী চম্পট দেয় বলেই অভিযোগ। অবশেষে পুলিশের উপস্থিতিতে কন্টেনার খুলতেই রীতিমতো চক্ষু চড়কগাছ।
আরও পড়ুন: বলুন তো, পৃথিবীর সবচেয়ে শিক্ষিত দেশ কোনটি? ভারত কত’তে? প্রথম দেশটির নাম শুনে চমকে উঠবেন
advertisement
নামি কোম্পানির পণ্যবাহী ট্রেলারে পাচার হচ্ছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ তরল! তবে গাড়িটিতে কোম্পানির থেকে বের হওয়ার সময় যে শিলমোহর দেওয়া হয়েছিল, পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই শিলমোহরও ভাঙা। তবে কিভাবে এই পণ্যবাহী কন্টেনার এই জায়গায় আসল!
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র দেশ, যেখানে একটিও মশা নেই! বলুন তো কোন দেশ? বিশ্বাস হবে তো শুনে!
মাঝপথে নামী কোম্পানির পণ্য কিভাবে বদল হল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খোঁজ চলছে চালক ও খালাসীর। তবে বেশ কয়েকদিন ধরে বাসুদেবপুর এলাকায় এই কন্টেনারকে ঘিরে যে আতঙ্ক তৈরি হয়েছিল, তা কিছুটা হলেও কাটাল বলেই মনে করছে এলাকাবাসীরা।
—— Rudra Narayan Roy