গোঘাটের ভিকদাস সংলগ্ন এলাকায় প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন বেসরকারি বাসের ছাদ থেকে নামিয়ে দিল পূণ্যার্থীদের। ভক্তরা শিবের মাথায় জল ঢালতে জীবনকে হাতে করে নিয়ে নিত্যদিন যাচ্ছেন। কিন্তু তাদেরকে রক্ষা করতে দেখা গেল প্রশাসনকে। এদিন প্রত্যেকটা বেসরকারি বাস ও ছোট গাড়ি থেকে নামিয়ে দেয় যাত্রীদের পুলিশ কর্মীরা। বিভিন্ন এলাকার ভক্তদেরকে ছাদ থেকে নামাতে গেলে বচসার মধ্যে পড়তে হচ্ছে আধিকারিকদেরকে।
advertisement
ভক্তদের অভিযোগ, প্রতিদিনই তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন হাজার হাজার মানুষজন। ট্রেন এবং বাসে অতিরিক্ত ভিড় হওয়ার ফলে বাধ্য হয়ে যেতে হচ্ছে বাসের ছাদে। অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদেরকেও। পুণ্যার্থীরের অভিযোগ বাঁশের মধ্যে অত্যাধিক ভিড়ের কারণেই বাসের ছাদে উঠে তাদের যাতায়াত করতে হয়। প্রশাসনের তরফ থেকে যদি একটু বেশি সংখ্যায় বাস দেওয়া হয় তাহলে আর এই অসুবিধায় পড়তে হবে না তাদের।
আরও পড়ুনঃ Gautam Gambhir: ভারতীয় দলে গম্ভীরের ফতোয়া! হিতে বিপরীত হবে না তো? জেনে নিন বিস্তারিত
প্রসঙ্গত, শ্রাবণ মাস উপলক্ষে প্রশাসনের তরফ থেকে আগে থেকেই বাস ও ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। কিন্তু এই বছর শ্রাবণ মাস একেবারে কাঁটায় কাঁটায় পড়ায় ভক্ত সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। শ্রাবণের প্রতি সপ্তাহের সোমবারে কম করে কয়েক লক্ষ মানুষ জল ঢালতে আসছেন। তাই তাদের জল ঢালতে আসার সময় যাতে কোন বিপদে না পড়তে হয় সেই কারণেই এই ধরনের পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
রাহী হালদার