TRENDING:

বাইক যাচ্ছে রাস্তা দিয়ে, আওয়াজ হচ্ছে কান ফাটানো! সেই দিন এবার শেষ, সাবধান!

Last Updated:

বাইকের কোম্পানি থেকে লাগানো সাইলেন্সার খুলে এই সাইলেন্সার লাগানোতে বেশিরভাগই দেখা যায় সেগুলির আওয়াজ অত্যন্ত বেশি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানাঘাট: প্রচণ্ড শব্দ। তীব্র গতিতে ছুটছে মোটরসাইকেল। চালকরা এবার সাবধান! কড়া ব্যবস্থা নিতে চলেছে রানাঘাট পুলিশ। বেপরোয়া বাইক, বাইকে মোডিফিকেশন করে তীব্র আওয়াজের সাইলেন্সর লাগিয়ে যাতায়াত। এবার সেই চালকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ রানাঘাট পুলিশ জেলার।
advertisement

অনেকেই তীব্র আওয়াজ করার মতো মডিফায়েড সাইলেন্সার লাগিয়ে থাকেন নিজের শখের বাইকে। বাইকের কোম্পানি থেকে দেওয়া সাইলেন্সার খুলে সেই সাইলেন্সার লাগানোয় বেশিরভাগই দেখা যায় সেগুলির আওয়াজ অত্যন্ত বেশি। ফলে লাগাতার বাড়ছে শব্দ দূষণ।

এবার সেই কারণেই রানাঘাটে প্রচণ্ড আওয়াজ করা মোটর বাইক এবং বেপরোয়া বাইক ধরে রীতিমতো জরিমানা করা হচ্ছে। সাইলেন্সর খুলিয়ে সাধারণ সাইলেন্সর লাগানোর ব্যবস্থাও করেছেন ট্রাফিক আধিকারিকরা।

advertisement

আরও পড়ুন- বসিরহাটের কুমারপুকুরে বেতশ্রী কালী মন্দিরে মানুষের ভিড়! কাহিনি অবাক করবে

View More

এদিন দিন রাত এই অভিযান চালানো হয় নদীয়ার রানাঘাটে। ট্রাফিক ওসি আলোক ভট্টাচার্যের নেতৃত্বে একাধিক উচ্চ শব্দ বিশিষ্ট মোটর বাইক আটক করে সাইলেন্সর খুলে নতুন সাধারণ সাইলেন্সর লাগিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, বিশেষ ক্ষেত্রে তাঁদের জরিমানাও করা হয় বলে খবর।

advertisement

এদিন রাস্তায় পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। তবে ট্রাফিক সূত্রে খবর এই অভিযান জারি থাকবে। প্রয়োজনে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
অতিবৃষ্টিতে জলের তলায় বিঘার পর বিঘা কৃষিজমি! ক্ষতিপূরণ নিয়ে বড় আপডেট দিলেন বিডিও
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাইক যাচ্ছে রাস্তা দিয়ে, আওয়াজ হচ্ছে কান ফাটানো! সেই দিন এবার শেষ, সাবধান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল