অনেকেই তীব্র আওয়াজ করার মতো মডিফায়েড সাইলেন্সার লাগিয়ে থাকেন নিজের শখের বাইকে। বাইকের কোম্পানি থেকে দেওয়া সাইলেন্সার খুলে সেই সাইলেন্সার লাগানোয় বেশিরভাগই দেখা যায় সেগুলির আওয়াজ অত্যন্ত বেশি। ফলে লাগাতার বাড়ছে শব্দ দূষণ।
এবার সেই কারণেই রানাঘাটে প্রচণ্ড আওয়াজ করা মোটর বাইক এবং বেপরোয়া বাইক ধরে রীতিমতো জরিমানা করা হচ্ছে। সাইলেন্সর খুলিয়ে সাধারণ সাইলেন্সর লাগানোর ব্যবস্থাও করেছেন ট্রাফিক আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন- বসিরহাটের কুমারপুকুরে বেতশ্রী কালী মন্দিরে মানুষের ভিড়! কাহিনি অবাক করবে
এদিন দিন রাত এই অভিযান চালানো হয় নদীয়ার রানাঘাটে। ট্রাফিক ওসি আলোক ভট্টাচার্যের নেতৃত্বে একাধিক উচ্চ শব্দ বিশিষ্ট মোটর বাইক আটক করে সাইলেন্সর খুলে নতুন সাধারণ সাইলেন্সর লাগিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, বিশেষ ক্ষেত্রে তাঁদের জরিমানাও করা হয় বলে খবর।
এদিন রাস্তায় পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। তবে ট্রাফিক সূত্রে খবর এই অভিযান জারি থাকবে। প্রয়োজনে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে।
Mainak Debnath