North 24 Parganas News: বসিরহাটের কুমারপুকুরে বেতশ্রী কালী মন্দিরে মানুষের ভিড়! কাহিনি অবাক করবে
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas News: বসিরহাটের কুমারপুকুরে প্রাচীন বেতশ্রী কালী মন্দিরের পুজো উপলক্ষে মিলনক্ষেত্র। প্রাচীনকাল থেকে হয়ে আসছে এই মেলা
উত্তর ২৪ পরগনা : বসিরহাটের কুমারপুকুরে প্রাচীন বেতশ্রী কালী মন্দিরের পুজো উপলক্ষে মিলনক্ষেত্র। প্রাচীনকাল থেকে হয়ে আসছে এই মেলা। এই তবে শুধু মেলা নয়, এই মেলা যাকে কেন্দ্র করে তাহলে বেতশ্রী কালী মন্দির। এ মন্দির যে কবে স্থাপিত হয়েছিল তা তেমনভাবে সঠিক সাল তারিখ জানা যায় না। আসলে এই মন্দির যে কবে স্থাপিত হয়েছিল , সে তথ্য হারিয়ে গিয়েছে কবেই। কেউ বলেন ৩০০ বছরের পুরাতন আবার কেউ বলেন ৩৫০ বছরের পুরাতন। শুরু সে যে প্রাচীন কাল থেকেই হোক তবে এই মন্দিরে ভক্তদের সমাগম সব লেগে থাকে সবসময়ই।
একদিকে কিছুটা দূরেই ভারত বাংলাদেশ সীমান্ত, অপরদিকে সুন্দরবন অঞ্চল। সীমান্ত সুন্দরবনবর্তী এক প্রত্যন্ত গ্রাম কুমারপুকুর। কুমারপুকুর গ্রামের বেতশ্রী কালীমন্দিরকে ঘিরে আছে এক প্রাচীন ইতিহাস। কথিত আছে, অলি চৌধুরী নামে এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে জালে পেয়েছিলেন আবার কেউ কেউ বলেন জঙ্গলে এক সময় কালী মাতাকে দেখতে পেয়েছিল। তারপর স্বপ্নাদেশে পুজো করার আদেশ পান। তারপর ওই কালী মন্দিরের পিছনে একটি বেত বাগানে পূজার্চনা শুরু করেন।
advertisement
advertisement
অলি চৌধুরীর বয়স হয়ে গেলে পূজা অর্চনার দায়ভার গ্রহণ করেন প্রাণ কৃষ্ণ আচার্য নামে এক ব্রাহ্মণ। তবে কালী পূজা উপলক্ষ্যে প্রতিবছর বাংলা সনের মাঘ মাসের শেষ শনিবার কালী মাতার বিগ্রহ স্থাপিত হয় এবং এই মেলার সূচনা হয় এবং যা শেষ হয় পরবর্তী শনিবারে। দেবীর পুজোর পাশাপাশি চলছে প্রসাদ বিতরণ। মেলায় বসেছে হরেক রকমের দোকান। রাজ্যের পাশাপাশি রাজ্য ছাড়িয়ে বাইরে রাজ্য থেকেও মানুষ আসেন এই মেলায়। এই মেলা উপলক্ষ্যে মন্দির চত্বরের পার্শ্ববর্তী মাঠে বসেছে প্রায় হাজারধিক দোকান, যেখানে খাওয়ার থেকে শুরু করে নানান সম্ভাহারে ভরপুর। সব মিলিয়ে বছরের বিশেষ সময় সকলে এক যোগে মেতে ওঠে এই মেলায়।
advertisement
জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2025 8:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বসিরহাটের কুমারপুকুরে বেতশ্রী কালী মন্দিরে মানুষের ভিড়! কাহিনি অবাক করবে