TRENDING:

West Bengal News: নাকা চেকিংয়ে থামল পরপর দুটি গাড়ি, ভেতর থেকে যা উদ্ধার হল, পুলিশের চক্ষু চড়কগাছ

Last Updated:

West Bengal News: পুলিশের নাকা চেকিং চলাকালীন অবৈধ ভাবে পাচার হওয়া ৯টি মহিষ সহ দুটি গাড়ি আটক করেছিল ডেবরা থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ডেবরা: মহিষ সহ গাড়ি আটকে নাজেহাল ডেবরা থানার পুলিশ।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

গত শুক্রবার রাতে ডেবরা টোল প্লাজা সংলগ্ন এলাকায় ১৬ নং জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিং চলাকালীন অবৈধ ভাবে পাচার হওয়া ৯টি মহিষ সহ দুটি গাড়ি আটক করেছিল ডেবরা থানার পুলিশ। কিন্তু গাড়ি আটকানোর পর মহিষ গুলিকে নিয়ে নাজেহাল হয়ে পড়ে পুলিশ।

ধরে আনার পর আত্মীয়ের মতো যত্ন নিতে হচ্ছে মহিষ গুলির। জল, খাওয়ার, ওষুধের ব্যবস্থা সমস্ত কিছুই করতে হচ্ছে পুলিশকে। কিন্তু কাজ বাদ দিয়ে মহিষের পেছনে কে সময় দেবে? তাই মহিষ গুলির স্থান হয়েছে ডেবরার আলিশাহাগড় এলাকার বাসিন্দা শঙ্করব তেলির বাড়িতে। গতকাল ৯ টি বড় মহিষ ও তাদের বাচ্চার এখন স্থান হয়েছে শঙ্করের বাড়ীতে। সপরিবারে তাদের দেখভাল করছে ওই ব্যাক্তি।

advertisement

আরও পড়ুন: বাংলায় এখন 'এই' একটিমাত্র স্টেশন, ব্যবহার করলেই দিতে হবে লেভি! জানেন নাম?

আরও পড়ুন: চলছিল মিছিল, হঠাৎ গ্রেফতার বিজেপি বিধায়ক ও পুরপ্রার্থী! চন্দননগরে হলটা কী?

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

মহিষ গুলি প্রতিদিন ১০ লিটার করে দুধ দেয়। মোট ৯০ লিটার। আর সেই টাকাতেই তাদের খাওয়ার জোগাড় করছে ওই ব্যাক্তি। এখন সব কাজ ছেড়ে মহিষ গুলির পেছনের সময় কাটে শঙ্কর তেলির পরিবারের। আর তাতেই স্বস্তি পেয়েছেন ডেবরা থানার পুলিশ কর্মীরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: নাকা চেকিংয়ে থামল পরপর দুটি গাড়ি, ভেতর থেকে যা উদ্ধার হল, পুলিশের চক্ষু চড়কগাছ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল