TRENDING:

চুরি যাওয়া মোবাইল এভাবে বিক্রি হয়? তদন্তে নামতেই পুলিশ যা দেখল

Last Updated:

পূর্ব বর্ধমান জেলা পুলিশের তদন্তে উঠে এল এমনই চাঞ্চল্যকর সব তথ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: চুরি যাওয়া মোবাইল ফোন চক্রের সন্ধানে নেমে বড়সড় সাফল্য পেল পুলিশ। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য এসেছে পুলিশের হাতে। চুরি যাওয়া মোবাইল হাতবদল করে পাঠিয়ে দেওয়া হচ্ছে পাশের জেলা। পূর্ব বর্ধমান জেলা থেকে মোবাইল ফোন চুরি করে তা পাঠিয়ে দেওয়া হচ্ছে পাশের জেলা বীরভূম, মুর্শিদাবাদে।
advertisement

আবার ওই জেলা থেকে চুরি যাওয়া মোবাইল ফোন পাঠিয়ে দেওয়া হচ্ছে পূর্ব বর্ধমান জেলায়। চোরাই মোবাইল ফোন হাত বদল করে পাচার হয়ে যাচ্ছে পাশের ওই জেলাগুলিতে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের তদন্তে উঠে এল এমনই চাঞ্চল্যকর সব তথ্য।

চুরি করা মোবাইল ফোন জেলায় না রেখে তা পাশের জেলায় বিক্রি করে দিচ্ছে দুষ্কৃতীরা। এই মোবাইল ফোন চুরি চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। উদ্ধার হয়েছে বেশ কিছু মোবাইল ফোন আসল মালিকদের হাতে তুলে দেওয়াও হয়েছে।

advertisement

মোবাইল ফোন চুরি চক্রের হদিশ পেতে অভিযান চালিয়েছিল পূর্ব বর্ধমান জেলার পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। তাদের সহযোগিতায় মন্তেশ্বর থানার পুলিশ পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া দশটি মোবাইল ফোন উদ্ধার করে।

শুক্রবার সেই মোবাইল ফোন গুলি তাঁদের মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। চুরি যাওয়া ফোন ফেরত পেয়ে খুশি আসল মালিকরা। রেল পুলিশও চোরাই মোবাইল ফোন উদ্ধারে ভাল সাফল্য পেয়েছে। রেলের এলাকা থেকে চুরি যাওয়া ২৩ টি মোবাইল ফোন উদ্ধার করে আসল মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে রেল পুলিশ।

advertisement

চার মাস আগে কলেজ পড়ুয়া সমাপ্তি হালদারের ফোন চুরি হয়েছিল। সেই ফোন ফেরত পাবার আশা একরকম ছেড়েই দিয়েছিলেন সমাপ্তি। সেই ফোন উদ্ধার করে তাঁর হাতে ফিরিয়ে দিয়েছে আউশগ্রামের ছুড়া ফাঁড়ির পুলিশ।

আরও পড়ুন, 'অনেকে কালীঘাটে যান, উনি ওখানে করেছেন!' মমতাকে শুভেন্দুর প্রণাম নিয়ে মুখ খুললেন দিলীপ

তদন্তকারী পুলিশ অফিসাররা জানিয়েছেন, জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে এই ফোনগুলি উদ্ধার করা হয়েছে।

advertisement

আরও পড়ুন,  ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলা, জলপাইগুড়িতে ৮ জনকে কোপাল যুবক! আশঙ্কাজনক ৪

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

দেখা গিয়েছে, এখানকার ফোন যেমন বীরভূম মুর্শিদাবাদে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক তেমনই সেখানকার ফোনও এখানে দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয়েছে। মোবাইল ফোন চুরির চক্রে যে আন্ত জেলায় ছড়িয়ে রয়েছে, তা এই উদ্ধার হওয়া ফোনগুলি প্রমাণ করছে। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে। ভবিষ্যতে আরও বেশি চুরি যাওয়া ফোন উদ্ধার করে আসল মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া যাবে বলে আশাবাদী পুলিশও।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চুরি যাওয়া মোবাইল এভাবে বিক্রি হয়? তদন্তে নামতেই পুলিশ যা দেখল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল