আরও পড়ুন: বন্যা দুর্গত এলাকায় বাড়ছে সাপের উপদ্রব, উৎকণ্ঠায় সাধারন মানুষ
বিভিন্ন কোম্পানির টেক টিমের পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চালাত। অনলাইনের মাধ্যমে সাধারণ মানুষকে এনি ডেস্ক বা টিম ভিউয়ার ওই জাতীয় এপ্লিকেশন ডাউনলোড করিয়ে সিস্টেম নিজেদের কন্ট্রোলে করে তথ্য এবং টাকা-পয়সা হাতিয়ে নিত। আরও জানা যায়, বিদেশে বিটকয়েন ও কিউআর কোড এর মাধ্যমে টাকা-পয়সা লেনদেন চালাতে দুষ্কৃতীরা। হাওড়ার বালির একটি বিল্ডিং থেকেই ছক কষে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চালাত। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালয়।
advertisement
যদিও কতদিন ধরে এই প্রতারণার জাল বিস্তার, তার সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ সূত্রে জানা যায়, কমপক্ষে ছয় মাস থেকে এক বছর এই অসাধু কাজ চলছে বলে অনুমান। আরওকারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কিভাবে কাজ চলত। কতদিন এই কাজ চলছে সে বিষয়ে তদন্ত চালাচ্ছে হাওড়া সিটি পুলিশ।
রাকেশ মাইতি