TRENDING:

রাতের অন্ধকারে জাতীয় সড়কে ওটা কী! দেখেই 'থ' পথচলতিরা, ছুটে এল পুলিশ, ভিড় জমালেন আরও অনেকে

Last Updated:

পুলিশের এই তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং স্থানীয় মানুষের আতঙ্কও কমে যায়। এরপর খবর দেওয়া হয় বন দফতরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুসকরা, বনোয়ারীলাল চৌধুরী: জঙ্গল নয়, এবার সরাসরি জাতীয় সড়কের উপরেই দেখা মিলল এক অজগরের। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার ১১৪ নম্বর জাতীয় সড়কের বলগোনা মোড়ে। হঠাৎ সড়কের ধারে অজগরকে দেখে রীতিমতো চমকে ওঠেন স্থানীয় মানুষজন। উত্তেজনা ছড়িয়ে পড়ে পথচারীদের মধ্যে।
পুলিশ 
পুলিশ 
advertisement

রাত প্রায় ৮টা নাগাদ ঘটনাটি নজরে আসে গুসকরার ট্রাফিক ডিউটি অফিসারদের। সাপটি রাস্তার উপর চলে আসায় যান চলাচলেও কিছুক্ষণের জন্য ভয় এবং বিভ্রান্তি তৈরি হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গুসকরা ট্রাফিক ওসি আশীষ কুমার লায়েক, ডিউটি অফিসার প্রসেনজিৎ পাল সহ অন্যান্য পুলিশ কর্মীরা। উদ্ধারকাজে মূল ভূমিকা নেন ডিউটি অফিসার প্রসেনজিৎ পাল। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত একজন সাপ উদ্ধারকারীও। সাহসিকতার সঙ্গে তিনি অজগরটিকে ধরে নিরাপদে বস্তাবন্দি করেন। এই কাজে সহযোগিতা করেন ট্রাফিক ওসি আশীষ কুমার লায়েক।

advertisement

আরও পড়ুন: ছোট্ট হলেও দারুণ প্রয়াস! স্কুলের টিফিনের খরচ বাঁচিয়ে যা করছে দামাল ছেলে-মেয়েরা, এক কথায় ‘অনবদ্য’

View More

পুলিশের এই তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং স্থানীয় মানুষের আতঙ্কও কমে যায়। এরপর খবর দেওয়া হয় বন দফতরে। বনকর্মীরা ঘটনাস্থলে এসে অজগরটিকে নিজেদের হেফাজতে নিয়ে যান। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া অজগরকে পুনরায় নিরাপদে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
নিভিয়ে দেওয়া হয় গোটা গ্রামের আলো! 'জয় মা কালী' ধ্বনিতে মশালের আলোয়...!
আরও দেখুন

পরিবেশপ্রেমী অর্ণব দাস জানান, “বনাঞ্চল ছেড়ে রাস্তায় চলে আসার প্রধান কারণ হল খাবারের সন্ধান ও নিজেদের এলাকা বিস্তৃত করা। জনবসতি বাড়ার ফলে এ ধরনের ঘটনা বেড়েই চলেছে।” স্থানীয় সূত্রে খবর, জাতীয় সড়কের ধারে হঠাৎ অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষজন। তবে ট্রাফিক পুলিশের দ্রুত তৎপরতা ও বনদফতরের সহযোগিতায় অজগরটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতের অন্ধকারে জাতীয় সড়কে ওটা কী! দেখেই 'থ' পথচলতিরা, ছুটে এল পুলিশ, ভিড় জমালেন আরও অনেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল