ধৃতের নাম সুবীর মাইতি, তার বাড়ি ভূপতিনগর থানার অন্তর্গত কমলনয়ন বাড় গ্রামে। পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে, অভিযুক্ত দীর্ঘদিন ধরে গোপনে অবৈধ বোমা ও বিস্ফোরক তৈরির কাজে যুক্ত ছিল। স্বাধীনতা দিবসের রাতে সেই অবৈধ কর্মকাণ্ডের উপরই নামান হয় পুলিশের বিশেষ অভিযান. পুলিশ সূত্রে খবর, ইটাবেড়িয়া বাজার এলাকায় গোপনে বিপুল পরিমাণ বারুদ ও বোমা তৈরির উপকরণ মজুত রয়েছে, এমন খবর পেয়েই শুক্রবার রাতে হানা দেওয়া হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল সন্দেহভাজন সুবীর মাইতির দোকান, ‘দশকর্মা’।
advertisement
অভিযোগ, এই দোকানটি ছিল অবৈধ বোমা তৈরির গোপন আড়াল। বহুদিন ধরে এখানেই বোমা তৈরির মশলা মজুত রাখা হত এবং পরবর্তীতে বিভিন্ন এলাকায় পাচার করা হত। তল্লাশির সময় দোকান থেকে প্রচুর পরিমাণ বারুদ, বোমা তৈরির মশলা, ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলেই সুবীর মাইতিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পুলিশের অনুমান, উদ্ধার হওয়া বিস্ফোরক গাড়িতে করে অন্যত্র পাচারের প্রস্তুতি চলছিল। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে সেই পরিকল্পনা ভেস্তে যায়।
জানা গিয়েছে, গত দশ দিন ধরে অবৈধ বাজি ও বিস্ফোরকের বিরুদ্ধে টানা অভিযান চালাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। তারই অংশ হিসেবে এই অভিযানকে ধরা হচ্ছে অন্যতম সফল পদক্ষেপ হিসেবে। পুলিশের দাবি, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে কোনও ভাবেই এলাকায় অবৈধ বিস্ফোরক মজুত বা পাচার না হয়। ধৃত সুবীর মাইতিকে শনিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হবে। পাশাপাশি, এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে বিস্তারিত তদন্ত। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা।