Weekend Trip: প্রতিটি ইটে ইতিহাসের গন্ধ, হাজার বছরের পুরনো গল্প বলে এই প্রাসাদ, রাজবাড়ি! একদিন ঘুরে দেখুন, মন ভাল হবে

Last Updated:

Weekend Trip: কলকাতার খুব কাছেই এমন বেশ কয়েকটি ইতিহাস সমৃদ্ধ জায়গা, যা আপনি হয়তো আগে কখনওই যাননি। তাই সপ্তাহ শেষে কোথাও থেকে ঘুরে আসার প্ল্যান করলে অবশ্যই ঘুরে দেখতে পারেন বাংলার এই কয়েকটি জায়গা।

+
ঘোরার

ঘোরার জায়গা

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সপ্তাহ শেষে সকলে চায় একটু মুক্তি। সারাদিনের ক্লান্তি, পারিবারিক চাপের পর নিজেকে একটু রেহাই দিতে চাইলে লং ড্রাইভে যাবার প্রয়োজন নেই। আপনার হাতের মুঠোয় রয়েছে এমন বেশ কয়েকটি জায়গা, যা আপনাকে অবাক করবে। ইতিহাস এবং ঐতিহ্যে আপনার মন ভাল হয়ে যাবে। কলকাতার খুব কাছেই এমন বেশ কয়েকটি ইতিহাস সমৃদ্ধ জায়গা, যা আপনি হয়তো আগে কখনওই যাননি। তাই সপ্তাহ শেষে কোথাও থেকে ঘুরে আসার প্ল্যান করলে অবশ্যই ঘুরে দেখতে পারেন বাংলার এই কয়েকটি জায়গা।
রাজবাড়ি, মন্দির থেকে প্রাচীন প্রত্নক্ষেত্র যার ইতিহাস এবং নিপুণতা আপনাকে অবাক করে তুলবে। আপনি কী পরিবার কিংবা সোলো ট্রিপে কোথাও থেকে ঘুরে আসার পরিকল্পনা করছেন? কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না? ট্রেনের টিকিটও পাননি? তবে চিন্তা নেই, আপনার জন্য জেলার এই কয়েকটি জায়গায় একদম পারফেক্ট। একদিনের ছোট্ট ছুটিতে ঘুরে ফিরতে পারবেন নিজের গন্তব্যেও। আর চাইলে, থাকতেও পারবেন।
advertisement
আরও পড়ুনঃ বিমানের মতো রেলেও এবার ‘রাউন্ড ট্রিপ’ টিকিট, পাবেন ২০% ছাড়! IRCTC থেকে টিকিট কাটলে কীভাবে মিলবে সুবিধা? বিস্তারিত জেনে নিন
পশ্চিম মেদিনীপুরের বাংলা ওড়িশা সীমানার একাধিক রাজপ্রাসাদ, প্রাচীন মন্দির এবং ইতিহাসক্ষেত্র আপনাকে অবাক করবে। শিল্পশৈলী এবং ইতিহাস কাহিনী অবাক করবে আপনাকে। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর থেকে সামান্য কিছুটা দূরেই বাংলা ওড়িশা সীমানা। সীমান্তবর্তী এলাকা দাঁতনে রয়েছে রাজবাড়ি, রয়েছে প্রাচীন মন্দির ও ইতিহাস ক্ষেত্র মোগলমারী। দাঁতনের মনোহরপুর এলাকায় রয়েছে ঐতিহাসিক রাজবাড়ি। রাজবাড়ির এখনও বেশ কিছু অংশ অক্ষত। এই রাজবাড়ির সঙ্গে জুড়ে রয়েছে নানা ইতিহাস, কয়েকশো বছরের প্রাচীন কাহিনী।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্বাদের মহারাজ ‘৫’ সবজি ফিতাকৃমির আঁতুরঘর! পাকস্থলীতে বাসা বাঁধে, খাদ্যনালী বেয়ে পৌঁছে কুরে কুরে খায় ব্রেন! বর্ষায় খাওয়ার আগে ভাবুন
শুধু তাই নয়, এই রাজ বাড়ি থেকে অনতি দূরে রয়েছে ঐতিহাসিক শ্রীচৈতন্যের স্মৃতিধন্য কাকরাজিৎ মন্দির। এছাড়াও পাশে রয়েছে শতাব্দী প্রাচীন ঐতিহাসিক বৌদ্ধক্ষেত্র মোগলমারি। মাটির নীচে চাপা পড়ে যাওয়া ইতিহাস খনন করা হয়েছে এখানে। স্বাভাবিকভাবে যারা সপ্তাহান্তে ঘুরে আসার প্ল্যান করছে তারা অবশ্যই ঘুরে দেখতে পারেন এই কয়েকটি জায়গা। কলকাতার খুব কাছেই ১৬ নম্বর জাতীয় সড়কের পাশেই এই কয়েকটি জায়গা। একদিনে ঘুরে দেখতে পারবেন, চাইলে এলাকার কয়েকটি বেসরকারি লজে রাত্রিযাপনও করতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: প্রতিটি ইটে ইতিহাসের গন্ধ, হাজার বছরের পুরনো গল্প বলে এই প্রাসাদ, রাজবাড়ি! একদিন ঘুরে দেখুন, মন ভাল হবে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement