পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে চোরেদের বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল পুলিশের গাড়ির ড্রাইভারের। আহত হয়েছেন আরও তিন পুলিশ কর্মী। সূত্রের খবর, বৃহস্পতিবার ভোর নাগাদ নন্দীগ্রামের রেয়াপাড়ায় ষাঁড় চুরি করতে এসেছিল একদল দুষ্কৃতী। যা দেখে টহলরত পুলিশ তাদের তাড়া করে। পুলিশের তাড়া খেয়ে গাড়ি নিয়ে দ্রুত চম্পট দিতে যায় দুষ্কৃতীরা। চোরের গাড়ির ধাক্কায় পুলিশ গাড়ির চালকের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনায় আরও তিন পুলিশ কর্মী আহত হন। মৃতের নাম সহদেব প্রধান।
advertisement
ঠিক কী হয়েছিল এদিন? পুলিশ সূত্রে খবর, এদিন ভোর ৪টে নাগাদ গোপন সূত্রে গরু পাচারের খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেও যায়। কিন্তু অভিযানে গিয়েই শুরু হয় বিপত্তি। এরপরেই পুলিশের গাড়ির চালককে পিষে দিয়ে চম্পট দেয় লরি চালক। মৃত সহদেব প্রধান থানার অস্থায়ী গাড়ি চালক। ঘাতক লরির খোঁজ চালাচ্ছে পুলিশ। আরও তিন পুলিশকর্মী গুরুতর আহত অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পাচারকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার সঠিক তদন্তের দাবিতে রেয়াপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু হয়।