সীমান্ত এলাকা সহ পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ বৃদ্ধিতে এমন অভিনব উদ্যোগ নিল বনগাঁ মহকুমার পুলিশ প্রশাসন। চালু হল ‘পুলিশ বন্ধু অ্যাপ’। এই অ্যাপের মাধ্যমে বাড়ি বা যে কোনও স্থান থেকেই আমজনতা পুলিশের কাছে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও দ্রুত পদক্ষেপ গ্রহণ করতেই বনগাঁ জেলা পুলিশ এলাকায় চালু হল এই পুলিশ বন্ধু।
advertisement
আরও পড়ুনঃ পুজো মণ্ডপেই দেখা যাবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ! শিলিগুড়িতে তৈরি হচ্ছে ‘তিনকাল’, বড় চমক ‘এই’ কমিটির
আগামীদিনে বনগাঁ মহকুমার বাসিন্দারা কোনও অভিযোগ জানাতে চাইলে আর থানায় দৌড়তে হবে না। মোবাইল অ্যাপ ব্যবহার করেই অভিযোগ জানানোর পাশাপাশি তদন্ত কতদূর এগোল সেটারও বিশদ বিবরণ পাওয়া যাবে। এমনকি প্রয়োজনে তদন্তকারী আধিকারিকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলার ব্যবস্থাও এই পুলিশ বন্ধু অ্যাপে রয়েছে বলে জানান বনগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার দীনেশ কুমার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, পুলিশের পরিষেবা এবার কার্যত দুয়ারে পৌঁছল বলেও মনে করছেন অনেকে। এদিন বনগাঁ থানায় এই পুলিশ বন্ধু কিয়স্কের উদ্বোধন হয়। পুলিশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরণের ভীতি কাজ করে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই ভীতি কাটাতেই মানুষের সঙ্গে নিবিড় সুসম্পর্ক গড়ে তোলার উপর জোর দিতে এই উদ্যোগ।