ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক সোনা ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার খুদিরাবাদে। বেসরকারি সংস্থার ম্যানেজার শুভাশিস মুখোপাধ্যায়ের বাড়িতে রং -এর কাজ করেছিল গৌতম গায়েন।
আরও পড়ুন - NIA Files Chargesheet: মুন্দ্রা বন্দর থেকে ৩০০০ কেজি হেরোইন উদ্ধার কাণ্ডে ১১ মাস বাদে চার্জশিট ফাইল
advertisement
ধীরে ধীরে ওই পরিবারের সঙ্গে একটি পারিবারিক সম্পর্ক তৈরি হয় ওই অভিযুক্তের। বাড়ির কোথায় কি রাখা থাকে তা সবই জানতে পেরে যায় ওই অভিযুক্ত। কিছুদিন আগে ওই ব্যক্তি ফের ওই বাড়িতে যায়। সেইসময় শুভাশিসবাবু বাড়িতে ছিলেন না। তাঁর ছোট মেয়েকে নিয়ে স্ত্রী স্কুলে গিয়েছিল।
আরও পড়ুন - Murshidabad News: চরম দুঃখে ঢেকে গেল এলাকা, গবাদি পশুর খাবার আনতে গিয়ে তিন নাবালকের মর্মান্তিক মৃত্যু
অভিযুক্তকে বাড়িতে বসিয়ে মা ও বোনকে এগিয়ে দিতে আসেন শুভাশিসবাবুর বড় মেয়ে। মিনিট ১৫ পর তিনি বাড়িও ফিরে আসেন। তারপর দেখা যায় বাড়ির আলমারি থেকে উধাও লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়না। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ও উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সোনা ও রুপোর গয়না। গ্রেফতার হয়েছে গৌতম গায়েন ও সোনা ব্যবসায়ী তপন দাস ।
Arpan Mondal