Murshidabad News: চরম দুঃখে ঢেকে গেল এলাকা, গবাদি পশুর খাবার আনতে গিয়ে তিন নাবালকের মর্মান্তিক মৃত্যু
- Published by:Debalina Datta
Last Updated:
গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে তিনজনের মৃত্যু ঘটল জলে ডুবে।
#মুর্শিদাবাদ: গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে তিনজনের মৃত্যু ঘটল জলে ডুবে।]রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত বালুমহাটি গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম খালিদ হাসান (১৪), অসীম রেজা (৯), রিয়াজ মন্ডল (৭)।
বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরেই ইটভাটার মাটি কাটার ফলে বড় গর্ত হয়েছিল। সেই গর্তের মধ্যে জল ভর্তি থাকায় বুঝতে পারিনি তিনজনে। ওই গর্তের পাশেই নিজেদের জামা প্যান্ট খুলে জলে নেমে তলিয়ে যায় বলে অনুমান এলাকাবাসীর। রবিবার সকাল দশটা নাগাদ খালিদ হাসান, অসীম রেজা ও রিয়াজ মন্ডল তিনজনে রবিবার স্কুল ছুটি থাকার কারণে বাড়ির গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়েছিল। আর সেই ঘাস কাটতে গিয়েই কাল হল পরিনতি।
advertisement
আরও পড়ুন - Health Tips: শুধু স্বাদের জন্য নয়, গুণেও একেবারে কামাল ‘এই’ আচার, ১০ মিনিটেই বানিয়ে নিন
advertisement
বাড়ি থেকে বেরিয়ে দীর্ঘক্ষণ বাড়ি না আসার কারণে মাঠে খুঁজতে গিয়ে আর সন্ধান পাওয়া যাচ্ছিল না। রবিবার দুপুরের পর বিকাল গড়িয়ে আসার সময়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে দেখতে পাওয়া যায় জল ভর্তি গর্তের পাশে তিনজনের জামা কাপড় ছাড়া আছে। তখন খোঁজাখুঁজি শুরু করলে তিনজনের নিথর দেহ উদ্ধার করা হয়। ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।এলাকার বাসিন্দা মিন্টু মোল্লা জানান, তিনজন বাড়ি ইসলামপুর থানার অন্তর্গত বালুমহাটি মোল্লাপাড়া গ্রামে। সাঁতার না জানার কারণেই মর্মান্তিক পরিনতি, তিনজন শিশুর প্রাণ গেল।
advertisement
আরও পড়ুন - Beauty Tips: নতুন কসমেটিক্স, ক্রিম বা সাবান থেকে ত্বকে জ্বালা, পুড়ে গেল ত্বক, দেরি না করে এখনই সাবধান হন
এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে । ইসলামপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন । এলাকার বাসিন্দা মিন্টু মোল্লা জানান, তিনজন বাড়ি ইসলামপুর থানার অন্তর্গত বালুমহাটি মোল্লাপাড়া গ্রামে। সাঁতার না জানার কারণেই মর্মান্তিক পরিনতি হয়ে তিনজন শিশুর প্রাণ গেল। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে ।
advertisement
Pranab Kumar Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
August 30, 2022 7:41 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: চরম দুঃখে ঢেকে গেল এলাকা, গবাদি পশুর খাবার আনতে গিয়ে তিন নাবালকের মর্মান্তিক মৃত্যু