পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৭ অগাষ্ট বুধবার বর্ধমান-নবদ্বীপ রোডের মির্জাপুরে বন্ধুর সঙ্গে মেলা দেখতে যান ওই নির্যাতিতা। রাস্তা ফাঁকা থাকার সুযোগে তিন জন যুবক এসে তাদের ঘিরে ধরে এবং মেয়েটিকে নিগ্রহের চেষ্টা করে। নির্যাতিতা তরুণীর পুরুষ বন্ধু বাধা দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়, অভিযোগ তাঁকে আটকে রেখে তরুণীকে তিন জন মিলে গণধর্ষণ করে। এমনকী যুবতীর বন্ধুর কাছে মোটা টাকাও দাবি করা হয় বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: প্রেমিকাকে নিয়ে পলাতক ভাই, দিদিকে গণধর্ষণ তরুণীর পরিবারের! অভিযোগ রেকর্ড করা হয় দৃশ্য
নির্যাতনের তিন দিন পরে ঘটনার অভিঘাত কাটিয়ে ধর্ষিতা পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায়। এরপর বাবা-মাকে সঙ্গে নিয়ে বর্ধমান মহিলা থানায় গিয়ে গণধর্ষণের অভিযোগ জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে বর্ধমান মহিলা থানার পুলিশ। এরপর পুলিশ ৩ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তদের শক্তিগড় থেকে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।
গ্রেফতার হওয়া তিন জনের নাম তাপস পণ্ডিত, সজল ঘটোয়াল এবং বিক্রম মালিক। তাদের রবিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশ ইতিমধ্যেই যুবতীর বয়ান রেকর্ড করেছে। তাঁর মেডিকেল টেস্টও করা হয়েছে।
আরও পড়ুন: আরজি করের ঘটনায় সোমবার বড় দাবি পেশ করল চিকিৎসকদের সংগঠন, কী পদক্ষেপ তাঁদের?
পূর্ব বর্ধমানের জেলার পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, ঘটনাটি ৭ তারিখের হলেও ১০ তারিখ অভিযোগ হয়েছে, মহিলা থানায় অভিযোগ দায়ের হওয়ার পরপরই পুলিশ দ্রুত অ্যাকশন নেয়। ঘটনাস্থলের কাছাকাছি তিনটি থানাকেই সতর্ক করা হয়। অভিযুক্ত ৩ জনকেই সেই রাতে গ্রেফতার করা হয়। এলাকার বাসিন্দাদের মতে, পুরো ঘটনাই অভিযুক্ত তিন জনের পূর্ব পরিকল্পিত ছিল। তারা শুধু সুযোগ খুঁজছিল। পুলিশ জানিয়েছে, তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।