TRENDING:

Purba Bardhaman: বর্ধমান মেডিক্যালে ছাত্র ভর্তির নামে প্রতারণা, পুলিশি অভিযানে গ্রেফতার চার

Last Updated:

বর্ধমান মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি করে দেওয়ার নাম করে প্রতারকরা বেশ কয়েকজনের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: বর্ধমান মেডিক্যালে ডাক্তারিতে ভর্তি করে দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করল পুলিশ। বর্ধমান থানার পুলিশ প্রথমে শক্তিগড় থেকে একজনকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে কলকাতা ও দুই চব্বিশ পরগণা থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
বর্ধমান মেডিক্যালে ছাত্র ভর্তির দালাল চক্রের হদিশ৷
বর্ধমান মেডিক্যালে ছাত্র ভর্তির দালাল চক্রের হদিশ৷
advertisement

ধৃতদের মধ্যে বিক্রম ঠাকুরের বাড়ি শক্তিগড়ের সিনেমাতলা এলাকায়। এ ছাড়াও উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুরের বামনগাছি থেকে রহমান শেখ ওরফে রাজু, কলকাতার কসবা থেকে শেখ সন্তু ও দক্ষিণ চব্বিশ পরগণার নরেন্দ্রপুর থেকে পীযূষকান্তি ঘোড়ুই নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: মাঝরাতে হানা দিয়ে নাবালিকার বিয়ে রুখল কন্যাশ্রী ক্লাব

advertisement

বর্ধমান মেডিক্যাল কলেজে ডাক্তারিতে ভর্তির করে দেওয়ার নাম করে এক এক জনের কাছ থেকে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা।বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের  ঘরে বসেই পড়ুয়াদের সঙ্গে রফা করেছিল প্রতারকরা।কারও কাছ থেকে ২০ লক্ষ, কারও কাছ থেকে ৩০ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। আটকে রাখা হয়েছে তাঁদের আসল নথিপত্র। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে চারজনকে গ্রেফতার করল পুলিশ।

advertisement

আরও পড়ুন: ৬ ফুট উঁচু! এত বড় শিবলিঙ্গ রাজ্যে আর কোত্থাও নেই, শিবরাত্রিতে পুজো দিয়ে আসুন এই মন্দিরে

এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত, মেডিকেল কলেজের কেউ যুক্ত রয়েছে কি না জানতে ধৃতদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

এক প্রতারিত এনিয়ে মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ পাওয়ার পর অধ্যক্ষ বিষয়টি নিয়ে তদন্ত করার জন্য থানায় জানিয়েছেন। অধ্যক্ষের অভিযোগ পেয়ে বর্ধমান থানার পুলিশ পরিকল্পনামাফিক জাল নথিপত্র তৈরি করে প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারায় মামলা রুজু করে।

advertisement

বর্ধমান মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি করে দেওয়ার নাম করে প্রতারকরা বেশ কয়েকজনের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। হাসপাতালের একটি ঘরেই দিনের পর দিন ধরে এই প্রতারণা চক্র সক্রিয় বলে জানা গিয়েছে। প্রতারকরা মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের নামে জাল সই করে ভর্তির নথিপত্র দেয়। মেডিক্যাল কলেজে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কারও কাছ থেকে ২০ লক্ষ, আবার কারও কাছ থেকে ৩০ লক্ষ টাকা দাবি করছে প্রতারকরা। পড়ুয়াদের শিক্ষা সংক্রান্ত যাবতীয় নথিপত্র ভেরিফিকেশনের নামে আটকে রেখেছে তারা। টাকা না দিলে নথিপত্র ফেরত দিচ্ছে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কৌস্তভ নায়েক বলেন, 'আমার কাছে এনিয়ে দু'টি অভিযোগ আসে। একটি ক্ষেত্রে কলকাতার বেহালার এক বাসিন্দাকে এমবিবিএস কোর্সে ভর্তির জাল চিঠি দেওয়া হয়। বিনিময়ে তাঁর কাছ থেকে ৩০ লক্ষ টাকা নেয় প্রতারকরা। এ নিয়ে থানায় অভিযোগ জানিয়েছিলাম। এরপর পুলিশ ব্যবস্থা নিচ্ছে।'

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman: বর্ধমান মেডিক্যালে ছাত্র ভর্তির নামে প্রতারণা, পুলিশি অভিযানে গ্রেফতার চার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল