TRENDING:

বোমা তৈরিতে সিদ্ধহস্ত ৫৫ বছর বয়সী আনারুল, ভিডিও এল 'হেল্পলাইন নম্বর'-এ! তারপর পুলিশের অ্যাকশন দেখার মতো

Last Updated:

মুর্শিদাবাদ পুলিশ জেলার বিভিন্ন থানার পুলিশ বোমা উদ্ধারে অভিযান চালাচ্ছে। এর পাশাপাশি বোমা প্রস্তুতকারীদের বিরুদ্ধেও পুলিশ কড়া পদক্ষেপ করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদ পুলিশ জেলার বিভিন্ন থানার পুলিশ বোমা উদ্ধারে অভিযান চালাচ্ছে। এর পাশাপাশি বোমা প্রস্তুতকারীদের বিরুদ্ধেও পুলিশ কড়া পদক্ষেপ করছে। গত ৩-১৬ নভেম্বর পর্যন্ত দফায় দফায় অভিযান চালিয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ ইতিমধ্যেই ১,৬০০-রও বেশি বোমা বাজেয়াপ্ত করেছে। টানা অভিযানে যখন একের পর এক বোমা বাজেয়াপ্ত হচ্ছে, ঠিক সেই সময়ই বোমা তৈরির কারিগরদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। রবিবার বোমা তৈরির একটি ভিডিয়ো-র সূত্র ধরে এক বোমার কারিগরকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ।
আনারুল শেখ
আনারুল শেখ
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘হেল্পলাইন নম্বর’-এ এক ব্যক্তির বোমা তৈরি ভিডিও এসে পৌঁছনোর পর নড়েচড়ে বসে মুর্শিদাবাদ থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। ভিডিওতে দেখা বোমা কারিগর ৫৫ বছরের প্রৌঢ় আনারুল শেখকে। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার গুধিয়া মাঝপাড়ায়।

আরও পড়ুন: AIIMS Kalyani-তে চালু হল ‘AMRIT’ ফার্মেসি! জলের দরে মিলবে জীবনদায়ী ওষুধ, বড় পদক্ষেপ কেন্দ্রের

advertisement

পুলিশ জানায়, আনারুলের বিরুদ্ধে আগেও বোমা ও সকেট বোমা তৈরি কাজের সঙ্গে যোগ থাকার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার এক পদস্থ পুলিশ কর্তা বলেন, ‘বোমা তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ওই অভিযান আরও জোরদার করা হবে।’

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ঋত্বিক ঘটক স্পেশ্যাল চলচ্চিত্র উৎসব! কিংবদন্তির জন্ম শতবর্ষে মধ্যমগ্রামে বিশেষ আয়োজন
আরও দেখুন

মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত ১৬০০ বেশি বোমা উদ্ধার চলছে।বিশেষ করে ডোমকল মহকুমা জুড়ে লাগাতার অভিযান চলছে। আগামী দিনেও অভিযান অব্যাহত থাকব।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বোমা তৈরিতে সিদ্ধহস্ত ৫৫ বছর বয়সী আনারুল, ভিডিও এল 'হেল্পলাইন নম্বর'-এ! তারপর পুলিশের অ্যাকশন দেখার মতো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল