পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘হেল্পলাইন নম্বর’-এ এক ব্যক্তির বোমা তৈরি ভিডিও এসে পৌঁছনোর পর নড়েচড়ে বসে মুর্শিদাবাদ থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। ভিডিওতে দেখা বোমা কারিগর ৫৫ বছরের প্রৌঢ় আনারুল শেখকে। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার গুধিয়া মাঝপাড়ায়।
আরও পড়ুন: AIIMS Kalyani-তে চালু হল ‘AMRIT’ ফার্মেসি! জলের দরে মিলবে জীবনদায়ী ওষুধ, বড় পদক্ষেপ কেন্দ্রের
advertisement
পুলিশ জানায়, আনারুলের বিরুদ্ধে আগেও বোমা ও সকেট বোমা তৈরি কাজের সঙ্গে যোগ থাকার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার এক পদস্থ পুলিশ কর্তা বলেন, ‘বোমা তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ওই অভিযান আরও জোরদার করা হবে।’
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত ১৬০০ বেশি বোমা উদ্ধার চলছে।বিশেষ করে ডোমকল মহকুমা জুড়ে লাগাতার অভিযান চলছে। আগামী দিনেও অভিযান অব্যাহত থাকব।






