ফরাক্কাঃ সোমবার ব্যাঙ্ক খুলতেই উত্তেজনা ফরাক্কার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে। ব্যাঙ্ক খুলতেই আচমকা গ্রাহকদের একাংশ ব্যাঙ্কের মূল গেট বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, ব্যাঙ্কের অস্থায়ী কর্মী প্রবীর দত্ত দীর্ঘদিন ধরে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তছরুপ করে আসছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ গ্রাহকরা। মুহূর্তে ব্যাঙ্ক চত্বরে সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা।
advertisement
বিক্ষোভকারীদের অভিযোগ, শুধু প্রবীর দত্তই নয়, ব্যাংকের আরও কয়েকজন স্থায়ী কর্মীও এই অনিয়ম ও তছরুপে জড়িত থাকতে পারেন। গ্রাহকদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁদের অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে টাকা উধাও হচ্ছিল, অথচ ব্যাংক কর্তৃপক্ষ কোনও সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ নীরব থাকায় ক্ষোভ আরও বাড়তে থাকে। অবশেষে সোমবার সকালে ঘটনার সত্যতা স্পষ্ট হতেই ক্ষুব্ধ গ্রাহকরা ব্যাঙ্কের সামনে জড়ো হয়ে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন।
আরও পড়ুন: ‘খেলা’ দেখালেন লাভলী মৈত্র! বিজেপি ছাড়লেন বড় নেতা, যোগ তৃণমূলে! জানেন কে সেই নেতা? নাম শুনে চমকে উঠবেন
যদিও ব্যাঙ্ক ম্যানেজার জানিয়েছেন, ”এখনও পর্যন্ত ৬৪ লক্ষ টাকা আর্থিক তছরুপ হয়ে আছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।” ঘটনার খবর পেয়ে ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতেও বিক্ষোভ কিছুক্ষণ ধরে চলে। গ্রাহকরা স্পষ্ট জানিয়েছেন, অভিযুক্ত প্রবীর দত্ত ও ব্যাঙ্কের ম্যানেজারকে অবিলম্বে গ্রেফতার না করা হলে, তাদের আন্দোলন আরও জোরদার হবে।