TRENDING:

West Bengal News: শহিদ হয়েছে বাড়ির ছেলে, বীরভূমে এল প্রধানমন্ত্রীর বিশেষ স্মারক

Last Updated:

West Bengal News: শহীদ রাজেশ ওঁরাওয়ের বাড়িতে বিশেষ স্মারক পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: ভারত চীন সীমান্তে , চীনা সৈনিকদের আক্রমণে শহিদ বীরভূমের মহম্মদবাজারের বেলগড়িয়া গ্রামে রাজেশ ওরাং-এর বাড়িতে সম্মাননা স্মারক পাঠালেন  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই স্মারক তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হলো এন সি সি -র তরফ থেকে ।
রাজেশ ওঁরাওকে মরোনত্তর সম্মান
রাজেশ ওঁরাওকে মরোনত্তর সম্মান
advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সমস্ত শহিদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেন বিশেষ স্মারক ।  দেশের বিভিন্ন জায়গার শহিদদের পরিবারকে এই বিশেষ স্মারক গ্রহণে আহ্বান  করা হয় দিল্লি । তবে যাদের বাড়ি দেশের প্রত্যন্ত অঞ্চলে তাদের বাড়ি-বাড়ি এন সি সি -র পক্ষ থেকে পৌঁছে দেওয়া হচ্ছে এই বিশেষ স্মারক সম্মান ।

advertisement

আরও পড়ুন: 'বুদ্ধবাবু কী করেছেন পদ্মভূষণ পাওয়ার মতো?' CPIM-BJP 'বন্ধুত্বের' অভিযোগ তৃণমূলের

আজ ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে বীরভূমের মহম্মদ বাজারের বেলগড়িয়া গ্রামে শহীদ রাজেশ ওরাং-এর বাড়িতে শহিদ বেদীর পাশেই পতাকা উত্তোলন করেন রাজেশ ওরাং -এর বোন । তারপর একে একে রাজেশ ওরাং -এর শহিদ বেদীতে ফুল দেন পরিবারের সকল সদস্যরা । আজ প্রজাতন্ত্র দিবসের দিনে সকাল বেলায় ওই বিশেষ স্মারক সম্মান এন সি সি -র তরফ থেকে নিয়ে আসা হয় রাজেশের বাড়িতে । তাঁর বাড়িতে প্রজাতন্ত্র দিবস পালনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো শহিদদের বিশেষ স্মারক সম্মান তুলে দেন তার পরিবারের হাতে ।

advertisement

আরও পড়ুন: রেড রোডে রাজ্যপাল, শিষ্টাচারের মধ্যেও উপেক্ষার পথেই হাঁটলেন মমতা

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ধমানে ফুলের স্বর্গ, টেক্কা দিতে পারে ক্ষীরাইয়ের সঙ্গে! শীতের দিনে হোক নতুন গন্তব্য
আরও দেখুন

এন সি সি-র পক্ষ থেকে জানানো হয়, " দেশের সকল শহীদদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিশেষ স্মারক সম্মানে সম্মানিত করছেন । যাদের সম্ভব তাদের এই স্মারক গ্রহণের জন্য আহবান জানানো হয়েছে দিল্লি । এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের যেখানে প্রত্যন্ত এলাকা গুলি রয়েছে সেখানে এন সি সি -র পক্ষ থেকে শহিদদের বাড়ি গিয়ে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ স্মারক । " আজ রাজেশ ওরাং এর শহিদ বেদী ও মূর্তির পাশে তাঁর পরিবারের পতাকা উত্তোলনের পর এন সি সি -র তরফ থেকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই স্মারক ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: শহিদ হয়েছে বাড়ির ছেলে, বীরভূমে এল প্রধানমন্ত্রীর বিশেষ স্মারক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল