Kunal Ghosh: 'বুদ্ধবাবু কী করেছেন পদ্মভূষণ পাওয়ার মতো?' CPIM-BJP 'বন্ধুত্বের' অভিযোগ তৃণমূলের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kunal Ghosh: কুণাল ঘোষ বলেন, ''আমরা বামেদের বন্ধু এই বার্তা দেওয়া হচ্ছে বিজেপি-র তরফে। অসঙ্গতি এসেছে একটা।''
#কলকাতা: পদ্মভূষণ সম্মান প্রত্যাখান করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্ত থেকে দূরত্ব বজায় রেখে উল্টে বামেদের সঙ্গে বিজেপি-র 'বন্ধুত্বের' কথা তুলে ধরলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্মভূষণ প্রত্যাখান প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ''যেভাবে পদ্মভূষণ প্রত্যাখ্যান করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, সেটা অবশ্যই তাঁর ব্যাপার। কিন্তু কল্যাণ সিংয়ের নাম আছে। ফলে সেটা তিনি প্রত্যাখ্যান করতেন।
কিন্তু বুদ্ধবাবুকে দেওয়া হল কেন? এর কারণ বাংলায় বিজেপির বাড়বাড়ন্তের ক্ষেত্রে সিপিএমের ভোট বিজেপি পেয়েছিল। এখন বিজেপির ভোট কমছে। তাই বন্ধুত্ব। তোমাদের পদ্মভূষণ দিচ্ছি। তোমরা ভোট দাও। বুদ্ধবাবুকে শ্রদ্ধা করি। কিন্তু তিনি এমন কোনও কাজ করেননি, যে তিনি পদ্মভূষণ পেতে পারেন। আসলে বুদ্ধবাবুর নাম বলতেই সিঙ্গুর-নন্দীগ্রাম মনে পড়ে। এবার বিজেপি বলুক, তারা জমি আন্দোলন নিয়ে লড়াই করার কথা বলে। আসলে মান্যতা দিল বিজেপি।''
advertisement
এরপরই কুণাল ঘোষ বলেন, ''আমরা বামেদের বন্ধু এই বার্তা দেওয়া হচ্ছে বিজেপি-র তরফে। অসঙ্গতি এসেছে একটা। সন্ধ্যা মুখোপাধ্যায় ফোন পেয়ে প্রত্যাখ্যান করেছেন। তাই তাঁর নাম নেই। বুদ্ধবাবুর নাম কিন্তু তালিকায় ছিল। তাহলে, ফোনে কী কথা হল? ফোন গেল বিকেল ৩'টে-তে। আর রাত ৯'টায় তিনি বলছেন জানি না। এটা কেন?''
advertisement
advertisement
এদিকে, সন্ধ্যা মুখোপাধ্যায়ও পদ্মশ্রী সম্মান প্রত্যাখান করেছেন। সেই প্রসঙ্গে অবশ্য কুণাল ঘোষ বলেন, ''গীতশ্রীকে স্যালুট। এই বিষয়ে তিনি মেরুদণ্ড সোজা রেখে প্রত্যাখ্যান করেছেন। বাংলায় আরও অনেক গুণী মানুষ ছিলেন। তাদের বিজেপি সরকার প্রতিহত করছে। রশিদ খানকে ইউপি-র বলে দেখিয়েছে।''
advertisement
যদিও বিজেপি-কে একহাত নিয়ে কুণাল ঘোষের কটাক্ষ, ''বিজেপির অভ্যন্তরে মুষলপর্ব চলছে। আপত্তির কথা সৌমিত্র, রূপা, তথাগত, অনুপমরা বলেছেন। এদের কিছু বলা হয়নি। বলা হয়েছে রীতেশ তিওয়ারি, জয়প্রকাশ মজুমদারকে। আসলে রাজ্য বিজেপি অভিযোগের মান্যতা দিচ্ছে। না হলে তথাগত রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিত।'' বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আক্রমণ শানান তৃণমূল মুখপাত্র। বলেন, ''সুকান্ত বাবু আগে আপনি দল সামলান। কার সঙ্গে দেখা হলে কথা বলব, আর বলব না সেটা দলের ব্যাপার৷ আগে আপনি বেশি করে তথাগত রায়ের সঙ্গে বসুন।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 26, 2022 2:58 PM IST