TRENDING:

Tarapith: প্রশাসনের চোখে বুড়ো আঙুল দিয়ে রমরমিয়ে তারাপীঠে বাড়ছে এই কাজ! স্বচ্ছতা আনতে হায়ার করা হচ্ছে দিঘায় কাজ করা সংস্থাকে

Last Updated:

Tarapith: প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দিন দিন তারাপীঠে বেড়ে চলেছে সরকার বিরুদ্ধ কাজ। আর সেই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হায়ার করা হচ্ছে দিঘায় কাজ করা সংস্থাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বীরভূম তথা রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র তারাপীঠে প্রত্যেকদিন কয়েক হাজার পর্যটকের আসা-যাওয়া। দেশ ছাড়িয়ে বিদেশের পর্যটকরাও তারাপীঠ ভ্রমণের জন্য ছুটে আসেন। আর সেই কারণেই বেড়েছে লজ ও হোটেলের সংখ্যা।দোকানগুলিতে বিক্রিও বেড়েছে কয়েকগুণ। কিন্তু, সরকারি নির্দেশ মানার বিষয়ে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন পর্যটক থেকে শুরু করে ব্যবসায়ী উভয়েই।দেদার প্লাস্টিক, পলিথিন ও থার্মোকলের ব্যবহার চলছেই। এবার এই তীর্থভূমিকে প্লাস্টিকমুক্ত করতে অভিযানে নামছে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ (টিআরডিএ)। তৃণমূল সরকার ক্ষমতায় এসে তারাপীঠের রূপ পাল্টে দিয়েছে। ঝাঁ-চকচকে ডবল লেনের রাস্তা সহ দ্বারকার পাড়ে বেড়ানোর জন্য পার্ক ও মন্দিরের ব্যাপক উন্নয়ন হয়েছে।
তারাপীঠ তোরণ
তারাপীঠ তোরণ
advertisement

বর্তমানে তৃতীয় পর্যায়ের উন্নয়নমূলক কাজ চলছে। যার ফলে আগের তুলনায় তারাপীঠে পর্যটকদের আনাগোনা কয়েকগুণ বেড়েছে। বিশেষ তিথিগুলিতে লজ, হোটেলগুলিতে ঘর ভাড়া পাওয়া সমস্যা হয়ে পড়ছে পর্যটকদের কাছে। বর্তমানে পাল্লা দিয়ে বেড়েছে প্লাস্টিকের গ্লাস, থার্মোকলের পাতা, বাটির ব্যবহার। অভিযোগ, তা যত্রতত্র ফেলে দিয়ে চলে যাচ্ছেন ব্যবসায়ী থেকে পর্যটকরা। চুপিসারে বীরভূমের দ্বারকা নদেও তা ফেলা হচ্ছে বলে অভিযোগ। দিনের পর দিন দ্বারকা নদে এই সমস্ত নোংরা আবর্জনা ফেলার ফলে দ্বারকা নদের ঐতিহ্য ক্ষুন্ন হচ্ছে।

advertisement

আরও পড়ুন: ‘বিষ’ ঢুকেছে কবিগুরুর শান্তিনিকেতনে! সমস্যায় পর্যটক থেকে সাধারণ মানুষেরা, কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন

ফলত, দূষিত হচ্ছে তীর্থক্ষেত্রের পরিবেশ। প্রশাসন এর আগে বেশ কয়েকবার তারাপীঠে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করেছিল। এবিষয়ে প্রশাসনের নজরদারি অভিযান বন্ধ থাকার সুযোগে তীর্থক্ষেত্রে দেদার প্লাস্টিক আর থার্মোকলের ব্যবহার শুরু হয়েছে। আবার অন্যদিকে মা তারাকে দেওয়ার জন্য অনেকেই শাড়ি অথবা পুজোর জন্য গামছা কিনছেন। সেই সমস্ত কাপড়ের দোকানেও বড় প্লাস্টিকের ব্যাগ দেওয়া হচ্ছে। সে ব্যাগগুলি যত্রতত্ত্ব পড়ে থেকে বাড়ছে দূষণ। এলাকার পাশাপাশি দ্বারকা নদেও দূষিত হয়ে পড়ছে। এই অবস্থায় তারাপীঠকে প্লাস্টিক মুক্ত করতে পরিবেশ বিষয়ক একটি সংস্থাকে যুক্ত করেছে টিআরডিএ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

যারা দিঘাতেও কাজ করেছে। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ সূত্রে জানা গিয়েছে, হোটেলগুলিতে প্রতিদিন কত পরিমাণে বর্জ্য জমা হচ্ছে? হোটেলকর্মীদের মধ্যে প্লাস্টিক দূষণ এবং পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতনতা কতখানি? সকলকে এইসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যটক ও স্থানীয়দের মধ্যে প্লাস্টিক ব্যবহারের কুফল সম্পর্কেও প্রচার করবেন ওই সংস্থার কর্মীরা। এখন দেখার বিষয় কতটা সজাগ হচ্ছেন পর্যটক থেকে শুরু করে ব্যবসায়ীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarapith: প্রশাসনের চোখে বুড়ো আঙুল দিয়ে রমরমিয়ে তারাপীঠে বাড়ছে এই কাজ! স্বচ্ছতা আনতে হায়ার করা হচ্ছে দিঘায় কাজ করা সংস্থাকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল