আরও পড়ুন: বোতাম সাইজের গোলাপ দেখেছেন? কোথায় পাবেন জেনে নিন
গাছ লাগানোর জন্য অনেকেই প্লাস্টিকের টব বেছে নেন। কিন্তু প্লাস্টিকের টবের গায়ে কোনও ছিদ্র থাকে না। তাই প্রয়োজন মতো অক্সিজেন পায় না গাছ। এছাড়াও গাছের গোড়ায় জল জমার ফলে গাছ মরে যেতেও পারে। তাই ঘরের মধ্যে গাছকে বাঁচিয়ে রাখতে হলে প্লাস্টিকের টব বর্জন করুন, বদলে নিয়ে আসুন মাটির পুরনো টপ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মাটির টব একটু দাম বেশি দিয়ে কিনতে হলেও গাছের পক্ষে ভাল। প্লাস্টিক টবে সরাসরি রোদ পড়ে গরম হয়। টবের ভিতরের অংশে গাছের কচি শিকড় টবের গায়ে লেগে থাকে। প্লাস্টিকের টব গরম হওয়ার ফলে সেই শিকড়ের ক্ষতি হয়। কিন্তু মাটির টবের ক্ষেত্রে এমনটি হয় না। সব মিলিয়ে প্লাস্টিকের টব সহজলভ্য হলেও গাছের সুস্বাস্থ্যের জন্য মাটির টবের যে বিকল্প নেই তা আর বলার অপেক্ষা রাখে না।
জুলফিকার মোল্লা