আরও পড়ুন: মা-দিদাদের বাটনা বাটার দৃশ্য উধাও, বদলে যাওয়া পিকনিক সামলাচ্ছেন ক্যাটারার’রা
আগামী ২৬ জানুয়ারি দিল্লির কর্তব্যপথে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেবে পিঙ্কি। মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী পিঙ্কি। প্রথমে কলেজ স্তরে, তারপর বিশ্ববিদ্যালয়ের স্তরে সিলেকশনের পর সম্প্রতি ওড়িশাতে প্রশিক্ষণ নিয়েছে জঙ্গলমহলের এই তরুণী। ওড়িশার প্রশিক্ষণ পর্ব শেষে দিল্লির কুচকাওয়াজের জন্য নির্বাচিত হয়।
advertisement
বাড়িতে বাবা, মা, ভাইকে নিয়ে পিঙ্কি থাকে। ছোট থেকেই নেশা প্যারেডের প্রতি। রয়েছে ক্যারাটেতে প্রশিক্ষণ। পাশাপাশি খেলাধুলার প্রতি ঝোঁক রয়েছে। খেলাধুলোতে জেলা ছাড়িয়ে রাজ্য স্তরেও আছে পুরস্কার। তবে সাধারণতন্ত্র দিবসে দেশের রাজধানীর বুকে প্যারেডে সুযোগ পাওয়াটা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করছেন পিঙ্কি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
শুধু প্যারেড নয়, প্রধানমন্ত্রী আবাসনে আয়োজিত সংস্কৃতিক অনুষ্ঠানে রানীঐ লক্ষ্মীবাঈ থিমের উপর বিশেষ প্রদর্শনীয় রয়েছে তাদের। জানা গিয়েছে, এনএসএস-এর পক্ষ থেকে দিল্লির কুচকাওয়াজে হাঁটবে পিঙ্কি। এর জন্য প্রতিদিন সকাল ও বিকেলে কঠোর পরিশ্রম করতে হচ্ছে তাঁদের। ঘরের মেয়ের এই কৃতিত্বের জন্য খুশি ঝাড়গ্রামের মানুষ।
রঞ্জন চন্দ





