TRENDING:

Jhargram News: প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে প্যারেডে পা মেলাবে জঙ্গলমহলের পিঙ্কি

Last Updated:

আগামী ২৬ জানুয়ারি দিল্লির কর্তব্যপথে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেবে পিঙ্কি। মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী সে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: ছোট থেকে টান প্যারেডের প্রতি। পাশাপাশি খেলাধুলোয় অসামান্য দক্ষতা রয়েছে ঝাড়গ্রামের এই মেয়ের। সেই স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে, দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিতে চলেছে ঝাড়গ্রামের মানিকপাড়ার পিঙ্কি মাহাত। পিঙ্কি’র এই কৃতিতে খুশি পরিবার থেকে কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা।
advertisement

আরও পড়ুন: মা-দিদাদের বাটনা বাটার দৃশ্য উধাও, বদলে যাওয়া পিকনিক সামলাচ্ছেন ক্যাটারার’রা

আগামী ২৬ জানুয়ারি দিল্লির কর্তব্যপথে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেবে পিঙ্কি। মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী পিঙ্কি। প্রথমে কলেজ স্তরে, তারপর বিশ্ববিদ্যালয়ের স্তরে সিলেকশনের পর সম্প্রতি ওড়িশাতে প্রশিক্ষণ নিয়েছে জঙ্গলমহলের এই তরুণী। ওড়িশার প্রশিক্ষণ পর্ব শেষে দিল্লির কুচকাওয়াজের জন্য নির্বাচিত হয়।

advertisement

বাড়িতে বাবা, মা, ভাইকে নিয়ে পিঙ্কি থাকে। ছোট থেকেই নেশা প্যারেডের প্রতি। রয়েছে ক্যারাটেতে প্রশিক্ষণ। পাশাপাশি খেলাধুলার প্রতি ঝোঁক রয়েছে। খেলাধুলোতে জেলা ছাড়িয়ে রাজ্য স্তরেও আছে পুরস্কার। তবে সাধারণতন্ত্র দিবসে দেশের রাজধানীর বুকে প্যারেডে সুযোগ পাওয়াটা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করছেন পিঙ্কি।

আরও খবর পড়তে ফলো করুন

advertisement

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

শুধু প্যারেড নয়, প্রধানমন্ত্রী আবাসনে আয়োজিত সংস্কৃতিক অনুষ্ঠানে রানীঐ লক্ষ্মীবাঈ থিমের উপর বিশেষ প্রদর্শনীয় রয়েছে তাদের। জানা গিয়েছে, এনএসএস-এর পক্ষ থেকে দিল্লির কুচকাওয়াজে হাঁটবে পিঙ্কি। এর জন্য প্রতিদিন সকাল ও বিকেলে কঠোর পরিশ্রম করতে হচ্ছে তাঁদের। ঘরের মেয়ের এই কৃতিত্বের জন্য খুশি ঝাড়গ্রামের মানুষ।

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

রঞ্জন চন্দ

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে প্যারেডে পা মেলাবে জঙ্গলমহলের পিঙ্কি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল