Purulia News: মা-দিদাদের বাটনা বাটার দৃশ্য উধাও, বদলে যাওয়া পিকনিক সামলাচ্ছেন ক্যাটারার'রা

Last Updated:

অতীতের বনভোজন মানেই ছিল শতরঞ্চি পেতে সবজি কাটা, বাটনা বাটা, আড্ডার সঙ্গে চা-কফিতে চুমুক দেওয়া। তার সঙ্গে ব্যাডমিন্টন, লুডো, গানের লড়াই, ক্রিকেট খেলা

পিকনিকে ক্যাটারিং
পিকনিকে ক্যাটারিং
পুরুলিয়া: চলছে পিকনিকের মরশুম। তবে আগেকার সময়ের থেকে এখন পিকনিকের ধরন বেশ কিছুটা বদলে গিয়েছে। আগে পিকনিক মানেই ছিল মা-ঠাকুমাদের হাতে বাটনা বাটা, সেই সঙ্গে দিদি-বৌদিদের হাতে জমিয়ে রান্না। অতীতের পিকনিকের সেই দৃশ্য আজ আর দেখা যায় না। এখন যেন পিকনিক মানেই যাওয়া-আসা, ঘোরা ও খাওয়া-দাওয়া। নিজেদের গায়ে-গতরে বিশেষ কিছু একটা করতে হয় না। কারণ পিকনিকের সমস্ত দায়িত্বই এখন থাকে ক্যাটারারদের হাতে।
অতীতের বনভোজন মানেই ছিল শতরঞ্চি পেতে সবজি কাটা, বাটনা বাটা, আড্ডার সঙ্গে চা-কফিতে চুমুক দেওয়া। তার সঙ্গে ব্যাডমিন্টন, লুডো, গানের লড়াই, ক্রিকেট খেলা। বনভোজনের এই চেনা আনন্দটা আজকের পিকনিকে একপ্রকার উধাও হয়ে গিয়েছে। এখন পিকনিক মানে ক্যাটারারদের হাতে সব দায়িত্ব তুলে দিয়ে ঝাড়া হাত-পা হয়ে সেলফি তোলা। পাশাপাশি বদল হয়েছে বনভোজনের মেনুতেও। আগে পিকনিকের মেনুতে দেখা যেত মুড়ি , চপ, বেগুনি, বাঁধাকপির বড়া বা মটরশুটির কচুরি, আলুর দম। দুপুরে গরম ভাতে দেশি মুরগির মাংস, কচি পাঁঠার ঝোল। কিন্তু এখন সে সব উধাও। এখন জলখাবারে জায়গা করে নিয়েছে নানান স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ সহ নানান রকমারি ব্রেকফাস্ট। আর দুপুরের মেনুতে ফ্রায়েড রাইস, পোলাও, মটন কষা, ভেটকি পাতুড়ি, ফ্রুট চাটনি, নানান ফ্লেভারের আইসক্রিম। এখন আর বনভোজনের বাঙালিয়ানা বিষয়টাই নেই। সময়ের সঙ্গে, সঙ্গে বদলে গিয়েছে পিকনিকের ছবিটাও।
advertisement
advertisement
এই বিষয়ে পুরুলিয়া শহরের একটি ক্যাটারারের কর্ণধার বলেন, পিকনিকের মরশুমে তাঁদের ব্যবসা যথেষ্ট ভাল চলে। চলতি শীতে ইতিমধ্যেই কয়েকটা পিকনিকের কাজ হয়ে গিয়েছে। আরও তিন থেকে চারটে অগ্রিম বুকিং নেওয়া হয়েছে। নতুন বছরের প্রথম দিনেও বরাত ছিল। এখন আর কেউ পিকনিকে গিয়ে কোনওরকম হ্যাপা রাখতে চান না। ছুটির দিনে পিকনিক হলেও মানুষজনের ব্যস্ততার শেষ নেই। সেই কারণেই পিকনিকেও ক্যাটারিং সার্ভিস অনেকটাই জায়গা করে নিয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই বিষয়ে পুরুলিয়া শহরের এক বাসিন্দা বলেন, আগে পিকনিক মানেই ছিল একটা অন্যরকম আবেগ। আগে পিকনিক হলে তার জন্য এক মাস ধরে চলত প্ল্যানিং। পাড়া-পড়শিরা মিলে করত রান্নাবান্না। তারপর একসঙ্গে খাওয়া-দাওয়া। অন্যরকম মজা হত সেই সময়। এখন সবটাই বদলে গিয়েছে। এখন পিকনিক মানে যাওয়া-আসা-খাওয়া দাওয়া ও ফটো সেশন। বনভোজনের সেই মজাটাও আর আগের মত নেই।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: মা-দিদাদের বাটনা বাটার দৃশ্য উধাও, বদলে যাওয়া পিকনিক সামলাচ্ছেন ক্যাটারার'রা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement