Purulia News: মা-দিদাদের বাটনা বাটার দৃশ্য উধাও, বদলে যাওয়া পিকনিক সামলাচ্ছেন ক্যাটারার'রা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
অতীতের বনভোজন মানেই ছিল শতরঞ্চি পেতে সবজি কাটা, বাটনা বাটা, আড্ডার সঙ্গে চা-কফিতে চুমুক দেওয়া। তার সঙ্গে ব্যাডমিন্টন, লুডো, গানের লড়াই, ক্রিকেট খেলা
পুরুলিয়া: চলছে পিকনিকের মরশুম। তবে আগেকার সময়ের থেকে এখন পিকনিকের ধরন বেশ কিছুটা বদলে গিয়েছে। আগে পিকনিক মানেই ছিল মা-ঠাকুমাদের হাতে বাটনা বাটা, সেই সঙ্গে দিদি-বৌদিদের হাতে জমিয়ে রান্না। অতীতের পিকনিকের সেই দৃশ্য আজ আর দেখা যায় না। এখন যেন পিকনিক মানেই যাওয়া-আসা, ঘোরা ও খাওয়া-দাওয়া। নিজেদের গায়ে-গতরে বিশেষ কিছু একটা করতে হয় না। কারণ পিকনিকের সমস্ত দায়িত্বই এখন থাকে ক্যাটারারদের হাতে।
অতীতের বনভোজন মানেই ছিল শতরঞ্চি পেতে সবজি কাটা, বাটনা বাটা, আড্ডার সঙ্গে চা-কফিতে চুমুক দেওয়া। তার সঙ্গে ব্যাডমিন্টন, লুডো, গানের লড়াই, ক্রিকেট খেলা। বনভোজনের এই চেনা আনন্দটা আজকের পিকনিকে একপ্রকার উধাও হয়ে গিয়েছে। এখন পিকনিক মানে ক্যাটারারদের হাতে সব দায়িত্ব তুলে দিয়ে ঝাড়া হাত-পা হয়ে সেলফি তোলা। পাশাপাশি বদল হয়েছে বনভোজনের মেনুতেও। আগে পিকনিকের মেনুতে দেখা যেত মুড়ি , চপ, বেগুনি, বাঁধাকপির বড়া বা মটরশুটির কচুরি, আলুর দম। দুপুরে গরম ভাতে দেশি মুরগির মাংস, কচি পাঁঠার ঝোল। কিন্তু এখন সে সব উধাও। এখন জলখাবারে জায়গা করে নিয়েছে নানান স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ সহ নানান রকমারি ব্রেকফাস্ট। আর দুপুরের মেনুতে ফ্রায়েড রাইস, পোলাও, মটন কষা, ভেটকি পাতুড়ি, ফ্রুট চাটনি, নানান ফ্লেভারের আইসক্রিম। এখন আর বনভোজনের বাঙালিয়ানা বিষয়টাই নেই। সময়ের সঙ্গে, সঙ্গে বদলে গিয়েছে পিকনিকের ছবিটাও।
advertisement
advertisement
এই বিষয়ে পুরুলিয়া শহরের একটি ক্যাটারারের কর্ণধার বলেন, পিকনিকের মরশুমে তাঁদের ব্যবসা যথেষ্ট ভাল চলে। চলতি শীতে ইতিমধ্যেই কয়েকটা পিকনিকের কাজ হয়ে গিয়েছে। আরও তিন থেকে চারটে অগ্রিম বুকিং নেওয়া হয়েছে। নতুন বছরের প্রথম দিনেও বরাত ছিল। এখন আর কেউ পিকনিকে গিয়ে কোনওরকম হ্যাপা রাখতে চান না। ছুটির দিনে পিকনিক হলেও মানুষজনের ব্যস্ততার শেষ নেই। সেই কারণেই পিকনিকেও ক্যাটারিং সার্ভিস অনেকটাই জায়গা করে নিয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই বিষয়ে পুরুলিয়া শহরের এক বাসিন্দা বলেন, আগে পিকনিক মানেই ছিল একটা অন্যরকম আবেগ। আগে পিকনিক হলে তার জন্য এক মাস ধরে চলত প্ল্যানিং। পাড়া-পড়শিরা মিলে করত রান্নাবান্না। তারপর একসঙ্গে খাওয়া-দাওয়া। অন্যরকম মজা হত সেই সময়। এখন সবটাই বদলে গিয়েছে। এখন পিকনিক মানে যাওয়া-আসা-খাওয়া দাওয়া ও ফটো সেশন। বনভোজনের সেই মজাটাও আর আগের মত নেই।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 01, 2024 4:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: মা-দিদাদের বাটনা বাটার দৃশ্য উধাও, বদলে যাওয়া পিকনিক সামলাচ্ছেন ক্যাটারার'রা

