বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের পিংলায় রাজ্য সড়কের উপর ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। এদিন সন্ধ্যায় বাড়ি যাওয়ার পথে এক স্কুল ছাত্রী, স্কুটি ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারায়। ঘটনাটি ঘটেছে জামনা-বারবেটিয়া রাজ্য সড়কের বেনাগেরিয়া এলাকায়। মৃত ছাত্রীর নাম তাসমিনা খাতুন (১৪)। বাবা একজন সেনা জওয়ান বলে খবর। বাড়ি সবং ব্লকের দাঁদরা অঞ্চল এলাকায়।
advertisement
আরও পড়ুন : চন্দননগরকে ‘টক্কর’ দেওয়ার সবরকম প্রস্তুতি, কয়েক বছরে জগদ্ধাত্রী পুজোর নতুন ডেস্টিনেশন হাওড়ার ‘এই’ জায়গা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বারবেটিয়া-জামনা রাজ্য সড়ক ধরে একটি স্কুটিতে তাসমিনা সহ আরও দু’জনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ছাত্রীটি ছিটকে পড়ে রাস্তায়। তখনই ওই ছাত্রীকে পিষে চলে যায় লরিটি। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় স্কুটিতে থাকা বাকি দুইজন গুরুতর জখম অবস্থায় বর্তমানে পিংলা হাসপাতালে চিকিৎসাধীন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ, ওই রাস্তায় প্রায়ই মাল বোঝাই লরি অতিরিক্ত গতিতে চলাচল করে। এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পিংলা থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লরিটি আটক করা হয়েছে, চালককেও আটক করা হয়েছে। মৃত ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায়। ছাত্রীর অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার।







