তবে এবার পরিবার-পরিজন অথবা আত্মীয়-স্বজনদের নিয়ে বনভোজন অথবা চড়ুইভাতির আয়োজন নয়। পথ কুকুরদের নিয়ে বনভোজনের আয়োজন করা হল বীরভূমে। বীরভূমের কিন্নাহার স্পন্দন ফাউন্ডেশন এর পক্ষ থেকে রাস্তার প্রায় দেড়’শ কুকুরদের বিভিন্ন ধরনের দুপুরের খাবার দিয়ে বনভোজনের আয়োজন করা হয়।
স্পন্দন ফাউন্ডেশন এর কর্ণধার রানা দাস জানান,”আমরা শীতের সময় সকলেই নিজের পরিবার পরিজনদের নিয়ে বনভোজন করে থাকি। তবে এই যে পথ কুকুররা রয়েছে তাদেরকে নিয়ে আমরা কখনও চিন্তা করি না। অথচ তারাই আমাদের কাছে সবচেয়ে বিশ্বস্ত হয়ে থাকে। তাই এবার তাদের নিয়ে অন্যরকম ভাবে বনভোজনের আয়োজন করেছি আমরা। এই কর্মসূচি প্রথম গ্রহণ করা হলেও প্রত্যেক মাসে অন্ততপক্ষে তিন থেকে চারবার পথ কুকুরদের নিয়ে বনভোজনের আয়োজন করা হবে।”z
advertisement
আরও পড়ুনঃ Biryani: দোকানে বিরিয়ানির হাঁড়িতে আটা কেন ব্যবহার করা হয়? ঠকার আগে জেনে নিন
অন্যদিকে স্পন্দন ফাউন্ডেশন এর অন্য এক সদস্য তন্ময় মুখার্জি জানান,”শুধু যে পথ কুকুরদের নিয়ে এ বনভোজনের আয়োজন করা হয়েছে সেটি নয়,যে সমস্ত কুকুর শারীরিকভাবে অসুস্থ রয়েছে যাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষত রয়েছে ডাক্তারের পরামর্শে তাদের চিকিৎসাও করানো হচ্ছে।”
সৌভিক রায়