ঘটনার সমস্ত বিবরণ পুলিশের কাছে তুলে ধরে কালনা থানার দ্বারস্থ নির্যাতিতা ওই কিশোরীর পিসি। এদিন রবিবার আনুমানিক বিকেল সাড়ে চারটে নাগাদ কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। জানা গিয়েছে, ঘটনাটি কালনা থানার অন্তর্গত নিউ মধুবন এলাকার।
আরও পড়ুন : অন্যদের যখন চোখে জল, তখন এই চাষিদের মুখে চওড়া হাসি! আখ চাষের লাভ জানলে বলবেন ‘টাকার গাছ’
advertisement
জানা গিয়েছে, নাবালিকা কিশোরীর বাবা এবং মা বাইরের রাজ্যে থাকেন কাজের সুবাদে। ফলে ঠাকুমার কাছেই দুই ভাইকে নিয়ে থাকে ওই কিশোরী। অভিযোগ, রবিবার আনুমানিক রাত দুটো নাগাদ বাইরে থেকে লাঠি দিয়ে ছিটকানি খুলে ঢুকে প্রতিবেশী যুবক রাজা রথ ওই কিশোরীকে মুখ চেপে ধরে ধ*র্ষণ করে। ঘটনার কথা কাউকে জানালে খুনের হুমকিও দেওয়া হয় অভিযুক্তকে।
আরও পড়ুন : ডিভিসি’র ছাড়া জলে দামোদর ভয়াল! কাঁপছে মানুষ, প্রতি ঘণ্টায় বাড়ছে চিন্তা! লাগাতার মাইকিং করছে প্রশাসন
এদিন সকালে পুরো ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসীরা। পুরো বিষয়টি লিখিত আকারে অভিযোগ জানিয়ে কালনা থানার দ্বারস্থ হয়েছে নির্যাতিতা ওই কিশোরীর পরিবার। অন্যদিকে এই ঘটনার পরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন সকলে।