বেশিরভাগ মানুষই যাদের বাড়িতে পোষ্য আছে, তারা নিজেদের পোষ্যদের মনে করেন ঠিক নিজেদের সন্তানের মতোই। তাই তাদের কাছ ছাড়া করতে চান না এক মুহূর্তের জন্যও। কিন্তু ইচ্ছা থাকলেও উপায় হয়ে ওঠে না, সব সময় কারণ রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার অনুমতি থাকে না ওদের। আবার কোথাও নিয়ে যাওয়ার অনুমতি থাকলে চিন্তা হয়ে দাঁড়ায় আমরা খাব আর ওরা? ওরা কী খাবে? তবে এবার যেকোনও চিন্তা ছাড়াই আপনি আপনার পোষ্যকে নিয়ে যেতে পারবেন রেস্টুরেন্টে, খেতে পারবেন একসঙ্গে বসেই। শুধু খাওয়া দাওয়া নয় গ্রুমিং থেকে চিকিৎসা পরিষেবা সবই পাবেন একসঙ্গে।
advertisement
এবার আপনার শহর বর্ধমানেই রেস্টুরেন্টে পারবেন আপনার পোষ্যকে নিয়ে সময় কাটানো ও খাওয়া দাওয়ার সুযোগ। তবে দুটি আলাদা আলাদা ভাবে ভাগ করা রয়েছে রেস্টুরেন্টটিকে। একতলায় ফ্যামেলি রেস্টুরেন্ট ও দ্বিতীয় তলায় পেট ফ্রেন্ডলি ক্যাফে, যেখানে আপনি নিয়ে যেতে পারেন আপনার সন্তানসম পোষ্যটিকে। এক সঙ্গে বসে করতে পারবেন খাওয়া-দাওয়া। এমনকী করতে পারবেন আপনার পোষ্যদের জন্মদিন উদযাপনও। তবে শুধু খাওয়া দাওয়াই নয়, একই ছাদের নিচে আপনি করাতে পারবেন আপনার পোষ্যের গ্রুমিং থেকে চিকিৎসা সবই। এমনকি আপনি ঘুরতে গেলে বা কোনও কাজে বাইরে গেলে রেখে যেতে পারবেন তাকে। বৈশাখী চক্রবর্তী জানান, “পশ্চিমবঙ্গে আমাদের এটাই সম্ভবত প্রথম, যেখানে একই ছাদের নিচে পোষ্যদের জন্য পাওয়া যাবে সমস্ত রকমের পরিষেবা। পোষ্যের জন্য একেবারে আলাদাভাবে খাবার তৈরি করা হয়, যা তাদের পরিবেশন করা হয় বিশেষ টেবিলে।” পাশাপাশি তিনি আরও জানান, এখানে ২৪ ঘন্টা ডাক্তারি পরিষেবা সহ নানা আধুনিক যন্ত্রপাতি দিয়ে চিকিৎসা করানো হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবার আপনার আদরের পোষ্যটিকে বাড়িতে একা রেখে মন খারাপ করার দিন শেষ। নিশ্চিন্তে আপনার পোষ্যকে সঙ্গে নিয়ে সময় কাটাতে পারবেন এছাড়াও একই ছাদের নিচে খাওয়া-দাওয়া, গ্রুমিং, চিকিৎসা থেকে ডে-কেয়ারের পাবেন সমস্ত পরিসেবাই।