দুর্যোগ কেটেছে, কাটে নি আতঙ্ক! রান্নাটুকুও করার জো নেই বাড়িতে, কীভাবে দিন কাটছে শালকুমারের বাসিন্দাদের

Last Updated:

প্রাকৃতিক দুর্যোগের এক সপ্তাহ পেরিয়েছে। তারপরেও স্বাভাবিক হয়নি বিপর্যস্ত এলাকা। আতঙ্কের ছাপ লক্ষ্য করা গিয়েছে এলাকাবাসীদের মনে। তারা ঘরে প্রবেশ করার আগে নিজেরাই পরিষ্কার করছেন বাড়ি, রাস্তাঘাট।

+
পরিষ্কার

পরিষ্কার হচ্ছে রাস্তা

আলিপুরদুয়ার, অনন‍্যা দে: প্রাকৃতিক দুর্যোগের এক সপ্তাহ পেরিয়েছে। তারপরেও স্বাভাবিক হয়নি বিপর্যস্ত এলাকা। আতঙ্কের ছাপ লক্ষ্য করা গিয়েছে এলাকাবাসীদের মনে। তারা ঘরে প্রবেশ করার আগে নিজেরাই পরিষ্কার করছেন বাড়ি, রাস্তাঘাট।
আলিপুরদুয়ার এক ব্লকের শালকুমার এলাকায় গেলে দেখা যায় এই ছবি। এই এলাকার নতুন পাড়া এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই এলাকার মানুষেরা গত এক সপ্তাহ ধরে না খেয়েই দিন কাটাচ্ছেন। এখনও এলাকাবাসীদের বাড়ি বাড়ি গেলে দেখা যাচ্ছে এক পা কাদা। সেগুলি তারা পরিষ্কার করছেন। অধিকাংশ বাড়ি ভেঙে রয়েছে। সেগুলির মেরামতি প্রয়োজন।
advertisement
advertisement
৫ অক্টোবর এই তারিখ তারা ভুলতে পারবেন না কেউই। এই এলাকার পাশ দিয়ে বয়ে যায় শিসামারা নদী। এই নদীর জল কম থাকে সারাবছর। তবে বৃষ্টি হলে জল বৃদ্ধি পায়। তবে এক সপ্তাহ আগের বৃষ্টিতে নদী ভয়াবহ রূপ নিয়েছিল। নদীর জলের স্রোতে ভেঙে যায় শিসামারা বাঁধ। জল প্রবেশ করে গ্রামে। আলিপুরদুয়ারের ওই এলাকাবাসীদের কথায় শিসামারা নদীর এমন ভয়ানক রূপ তারা আগে কখনও দেখেন নি। নদীর জল যেভাবে গ্রামে প্রবেশ করেছিল তাতে নিমেষের মধ্যে হাঁটু সমান জল দাঁড়িয়ে যায় গোটা গ্রামে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সবিতা বর্মন নামের গ্রামের এক মহিলা জানান, “আমরা গ্রামের মহিলারা শিশু ও গবাদি পশু নিয়ে উঁচু স্থানে চলে গিয়েছিলাম। ভয়াবহ ওই রাত আমরা ভুলব না। এখনও আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে পারছি কই।” বর্তমানে এই এলাকায় ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তবুও ভয় যেন পিছু ছাড়ছে না বাসিন্দাদের। তারা একটু বৃষ্টি দেখলেই ভয় পাচ্ছেন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দুর্যোগ কেটেছে, কাটে নি আতঙ্ক! রান্নাটুকুও করার জো নেই বাড়িতে, কীভাবে দিন কাটছে শালকুমারের বাসিন্দাদের
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement