নৈহাটি বড়মা কালীর মন্দিরে পুজো দিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মন্দিরে একটি পুলিশ ফাঁড়ি তৈরি করার কথা। ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বড়মা নবনির্মিত মন্দিরের তৃতীয় তলে বড়মা পুলিশ আউটপোস্টের উদ্বোধন হল। ব্যারাকপুর পুলিশ কমিশনার অলক রাজোরিয়া, নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনৎ দে, নৈহাটি পৌরসভার পুরপ্রধান তথা বড়মা মন্দির কমিটির সভাপতি অশোক চট্টোপাধ্যায়-সহ একাধিক পুলিশকর্তা এবং মন্দির কমিটির সদস্যদের উপস্থিতিতে এদিন সূচনা হল বড়মা পুলিশ আউটপোস্টের।
advertisement
আরও পড়ুনঃ ভরা বাজারে ব্রা পরে যুবকের উদ্দাম নাচ! লজ্জায় লাল সকলে, ফাঁস ভয়ঙ্কর নির্লজ্জ সত্য
এই পুলিশ আউটপোস্টের অন্তর্গত নৈহাটি রেলওয়ে স্টেশন এলাকা থেকে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস এলাকা সহ বিস্তীর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। যেখানে একজন উচ্চপদস্থ সাব-ইন্সপেক্টর-সহ ৩ জন এসআই ও আটজন কনস্টেবল নিযুক্ত করা হয়েছে। এদের সাহায্য করতে থাকবে সিভিক ভলেন্টিয়ারও। ফলে এবার বড়মার মন্দিরে ভক্তরা আরও নিরাপদে পুজো দিতে পারবেন মা-কে।
Rudra Narayan Roy