Viral Reels: ভরা বাজারে ব্রা পরে যুবকের উদ্দাম নাচ! লজ্জায় লাল সকলে, ফাঁস ভয়ঙ্কর নির্লজ্জ সত্য
- Published by:Shubhagata Dey
Last Updated:
Viral Reels: বাজারে মহিলাদের পোশাক পরে অশ্লীলভাবে নাচছিল এক যুবক। স্থানীয় কয়েকজন দোকানদার মিলে তাকে ধরে ফেলে এবং প্রচণ্ড মারধর করে। অভিযোগ, ভরা বাজারের মধ্যে মেয়েদের পোশাক পরে বাজারে রিল বানাচ্ছিলেন ওই যুবক।
পানিপথ: সোশ্যাল মিডিয়ায় লাইক ও ভিউ পাওয়ার জন্য বর্তমানে অনেকেই যে কোনও মাত্রায় যেতে প্রস্তুত। এমন পরিস্থিতিতে লাইক ও ভিউ পেতে অনেক সময় তরুণ-তরুণীদের নানা রকম কাজ করতে দেখা যায়। তবে কোথায় কোথাও এই নাটকীয়তা অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এমনই এক ঘটনা ঘটেছে হরিয়ানার পানিপথে।
পানিপথের ইনসার বাজারে মহিলাদের পোশাক পরে অশ্লীলভাবে নাচছিল এক যুবক। স্থানীয় কয়েকজন দোকানদার মিলে তাকে ধরে ফেলে এবং প্রচণ্ড মারধর করে। অভিযোগ, ভরা বাজারের মধ্যে মেয়েদের পোশাক পরে বাজারে রিল বানাচ্ছিলেন ওই যুবক। ভিডিওটি শ্যুট করছিলেন তাঁর সঙ্গী। ফলে ওই যুবককে দেখে বাজারে আসা মহিলারা অস্বস্তি বোধ করছিলেন। এরপরই স্থানীয় দোকানদাররা ওই যুবককে ধরে বেধড়ক চড়-থাপ্পড় মারেন। পথচারীরা ওই যুবককে মারধরের একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন।
advertisement
আরও পড়ুনঃ বন্ধুদের নিয়ে বিয়ের আসরে পৌঁছয় বর, কনেপক্ষের সঙ্গে জমছিল ইয়ার্কি! মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি, চলল গুলি! তারপর…
হরিয়ানার পানিপথের বিচ মার্কেটে মহিলাদের পোশাকে নাচতে থাকা এক যুবককে বেধড়ক মারধর করল কয়েকজন দোকানদার। যুবকের কারণে অস্বস্তিতে পড়েন আশপাশের মহিলারা। লোকজন ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে। সূত্রের খবর, দোকানদাররা ওই যুবকের কাছে জানতে চান, কেন তিনি এমন করছেন। যুবক জানায় সে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয়। সেই জন্য ভিডিও শ্যুট করে এবং ব্লগ তৈরি করে আয় করে। তাঁর ফলোয়াররা এই ধরনের ভিডিও পছন্দ করেন। সেই কারণেই এমন ভিডিও বানাচ্ছে।
advertisement
advertisement
Haryana: पानीपत में बीच बाजार में महिलाओं के कपड़े पहनकर डांस कर रहे युवक की कुछ दुकानदारों ने जमकर धुनाई कर दी. युवक की वजह से आसपास की महिलाएं असहज थी.बाद में उसने माफी भी मांगी.#reelsvideo #panipat @police_haryana @News18India #HaryanaPolice #instareels pic.twitter.com/9M9X53Mye8
— Vinod Katwal (@Katwal_Vinod) November 26, 2024
advertisement
তবে এটাই প্রথমবার নয়, এর আগেও নাকি এমন এমন ভিডিও বানিয়েছে সে। তার এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তাই সে এই ধরনের ভিডিও শ্যুট করে বলে মারের মুখে স্বীকার করে। পরে অবশ্য এই কাজের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। হাতজোড় করে দোকানদারদের কাছে ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করে এবং ভবিষ্যতে আর এমন কাজ না করার আশ্বাসও দেয়। এরপরই দোকানদাররাও ওই যুবককে বসিয়ে বুঝিয়ে বলেন, এই ধরনের ভিডিও সমাজে ভুল বার্তা দিচ্ছে। আমাদের সংস্কৃতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মহিলারা এই ধরনের ভিডিও দেখে অস্বস্তি বোধ করেন। সমাজকে ভাল বার্তা দেওয়া উচিত সকলের।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 28, 2024 3:07 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Reels: ভরা বাজারে ব্রা পরে যুবকের উদ্দাম নাচ! লজ্জায় লাল সকলে, ফাঁস ভয়ঙ্কর নির্লজ্জ সত্য