Viral Marriage: বন্ধুদের নিয়ে বিয়ের আসরে পৌঁছয় বর, কনেপক্ষের সঙ্গে জমছিল ইয়ার্কি! মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি, চলল গুলি! তারপর...
- Published by:Shubhagata Dey
Last Updated:
Viral Marriage Ceremony: বিয়ের পর থেকেই বরপক্ষের বেশ কয়েকজন কনের বোনেদের উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করতে শুরু করে। এ কথা শুনে কনেপক্ষের সদস্যরা অত্যন্ত ক্ষেপে ওঠে। বিষয়টি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে যায় যে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়।
advertisement
advertisement
*বিয়ের পর থেকেই বরপক্ষের বেশ কয়েকজন কনের বোনেদের উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করতে শুরু করে। এ কথা শুনে কনেপক্ষের সদস্যরা অত্যন্ত ক্ষেপে ওঠে। বিষয়টি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে যায় যে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। দুই পক্ষের অশান্তি, হাতাহাতিতে আহত হন দুই যুবক। তাঁদের হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়।
advertisement
*পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিসাদি গেটের কাছে এই বিয়ের আয়োজন হয়েছিল। বিয়ের পর থেকেই বরপক্ষের পুরুষ সদস্যরা, বিশেষ করে বরের বন্ধুরা কনের বোনেদের নিয়ে মন্তব্য করতে শুরু করে। কনের ভাইয়েরা তাতে প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন বরের বন্ধুরা। দু'পক্ষের বাদানুবাদ সূত্রপাত হলেও, তা মুহূর্তে হাতাহাতির রূপ নেয়। এরপরই পাথর ছুঁড়তে শুরু করেন এক পক্ষ অপর পক্ষের দিকে।
advertisement