তবে কী ভাবে কেন এত মাছি এল এলাকায়? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদা থানার অন্তর্গত সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের সারাহাটি গ্রাম। বহু মানুষের বসবাস এই গ্রামে। এখানেই সরকারি কোন অনুমতি ছাড়াই এলাকায় তৈরি হয়েছে একটি জৈব সারের কারখানা। সেখানে বিভিন্ন পচনশীল জাতীয় বর্জ্য পদার্থ আনা হচ্ছে সার তৈরির জন্য। আর তার জেনেই এলাকায় বেড়েছে মাছির উপদ্রব।
advertisement
আরও পড়ুনঃ সাবধান! হলুদ সতর্কতা জারি, কিছুক্ষণেই বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়বৃষ্টি জেলায় জেলায়
মাছির উপদ্রবে এলাকায় দেখা দিয়েছে পেটের সমস্যা। শারীরিক সমস্যা নিয়ে একাধিক ব্যক্তি হাসপাতালেও ভর্তি হয়েছে বলেই জানা গিয়েছে। এলাকাবাসীরা একত্রিত হয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি বলেই দাবি। ফলে ক্ষোভ বেড়েছে এলাকায়। মাছির উপদ্রবে নাজেহাল অবস্থা মধ্যেই দিন কাটছে এলাকাবাসীদের।
কবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে তা বুঝে উঠতে পারছেন না গোটা গ্রামের কেউই। অবিলম্বে তাদের দাবি এই জৈব সার কারখানা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক। এবং মাছি রোধে কীটনাশক ছড়ানো হোক গোটা এলাকায়। কতদিনে বদলায় এই পরিস্থিতি এখন সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা।
Rudra Narayan Roy