আরও পড়ুন: ট্রাক্টর কিনলে অর্ধেক টাকা দেবে সরকার! এইভাবে আবেদন করুন
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত গ্যাস ডিলারের অফিসের সামনে সারারাত মানুষের লাইন দেখা যাচ্ছে। সর্বত্রই ডিলারের অফিসের সামনে লাইন পড়ছে। কিন্তু সুন্দরবনের বিভিন্ন এলাকায় রাতভর লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মানুষকে। এই হয়রানির শিকার হয়ে শেষে বিক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। সুন্দরবন প্রান্তিক এলাকা হওয়ায় সেখানে এখনও পর্যন্ত ইন্টারনেট সংযোগ খুব একটা ভাল নয়। তার কারণেই বারবার লিঙ্ক চলে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই এলাকার উজ্জ্বলা যোজনার বেশিরভাগ গ্রাহক নদীপথে বা বহু দূরত্ব পেরিয়ে ডিলারের অফিসের সামনে এসেছেন বায়োমেট্রিক আপডেট করতে। কিন্তু এমন হয়রানির মুখে পড়ে অনেকেই কাজে যেতে পারেননি। গ্রাহকদের অভিযোগ, বায়োমেট্রিক আপডেটের নামে তাঁদের আসলে বিপদে ফেলা হচ্ছে। এই হয়রানি নিয়ে প্রশ্ন করা হলেও গ্যাস ডিলারের অফিসের কর্মীরা কোনও কথা বলতে চাননি।
জুলফিকার মোল্লা