TRENDING:

Howrah News: মোবাইল নেটওয়ার্ক সমস্যায় জেরবার হাওড়ার বিস্তীর্ণ অংশের মানুষ

Last Updated:

মানুষ মোবাইল ব্যবহারের সুবিধা ও মনোরঞ্জনের আশায় রিচার্জ করছে। কিন্তু রিচার্জ করেও মিলছে না উপযুক্ত পরিষেবা। সমস্যায় হাওড়া জেলা গ্রামীণের বিভিন্ন এলাকার গ্রাহকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: বর্তমান সময়ে মানুষের অতি প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে একটি হল মোবাইল। বলা চলে মানুষ মোবাইল ছাড়া অচল প্রায়। বিশেষ করে এক সময় দেখা যেত মোবাইলের বেশি ব্যবহার করত শহর বা শহরতলীর মানুষ। তবে মোবাইল ব্যবহারে পিছিয়ে নেই গ্রামাঞ্চলের মানুষও। এখন ঘরে ঘরে স্মার্টফোন। আর প্রাপ্তবয়স্কদের হাতে হাতে। কারও একটা ছেড়ে দুটো মোবাইল। এবার সেই মোবাইলে ব্যবহারে এবার সমস্যা। একদিকে বেসরকারি টেলিকম সংস্থার রিচার্জ বারছে লাফিয়ে। মানুষ মোবাইল ব্যবহারের সুবিধা ও মনোরঞ্জনের আশায় রিচার্জ করছে। কিন্তু গ্রাহকদের অভিযোগ, রিচার্জ করেও মিলছে না উপযুক্ত পরিষেবা।
advertisement

জানা যায়, টানা কয়েক মাস হাওড়া জেলা গ্রামীণের বিভিন্ন এলাকাতে মোবাইল নেটওয়ার্ক সমস্যা। এই সমস্যা প্রায় অধিকাংশ বেসরকারি মোবাইল সংস্থার। স্থানীয় মানুষের অভিযোগ মাসে তিনশো থেকে চারশো টাকা খরচ করেও কাজের কাজ হচ্ছে না। রিচার্জ করার পরে নেট সার্ফিং ডাউনলোড বা কথা বলাতে সমস্যা। সমস্যা এতটাই বেড়েছে যে ঘরের মধ্যে থেকে ফোনে যোগাযোগ করা এক প্রকার অসম্ভব প্রায়। এমারজেন্সি মারফত ফোনে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হতে হচ্ছে বার বার।

advertisement

এ সমস্যা হাওড়া জেলার সাঁকরাইল পাঁচলা জগৎবল্লভপুর আমতার মত বিভিন্ন যায়গায়। বর্তমান সময়ে মোবাইলে লেখাপড়া থেকে কাজকর্ম এসবই এখন অনলাইনের উপর অনেকখানি নির্ভর হয়েছে। তবে মোবাইল কোম্পানি গুলির উপযুক্ত নেটওয়ার্ক সঠিক ভাবে কাজ করছে না বলেই যানাচ্ছেন গ্রাহক বা সাধারণ মানুষ। দ্রুত এই নেটওয়ার্ক সমস্যার সমাধানের দাবি আম জনতার।

View More

RAKESH MAITY

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: মোবাইল নেটওয়ার্ক সমস্যায় জেরবার হাওড়ার বিস্তীর্ণ অংশের মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল