জানা যায়, টানা কয়েক মাস হাওড়া জেলা গ্রামীণের বিভিন্ন এলাকাতে মোবাইল নেটওয়ার্ক সমস্যা। এই সমস্যা প্রায় অধিকাংশ বেসরকারি মোবাইল সংস্থার। স্থানীয় মানুষের অভিযোগ মাসে তিনশো থেকে চারশো টাকা খরচ করেও কাজের কাজ হচ্ছে না। রিচার্জ করার পরে নেট সার্ফিং ডাউনলোড বা কথা বলাতে সমস্যা। সমস্যা এতটাই বেড়েছে যে ঘরের মধ্যে থেকে ফোনে যোগাযোগ করা এক প্রকার অসম্ভব প্রায়। এমারজেন্সি মারফত ফোনে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হতে হচ্ছে বার বার।
advertisement
এ সমস্যা হাওড়া জেলার সাঁকরাইল পাঁচলা জগৎবল্লভপুর আমতার মত বিভিন্ন যায়গায়। বর্তমান সময়ে মোবাইলে লেখাপড়া থেকে কাজকর্ম এসবই এখন অনলাইনের উপর অনেকখানি নির্ভর হয়েছে। তবে মোবাইল কোম্পানি গুলির উপযুক্ত নেটওয়ার্ক সঠিক ভাবে কাজ করছে না বলেই যানাচ্ছেন গ্রাহক বা সাধারণ মানুষ। দ্রুত এই নেটওয়ার্ক সমস্যার সমাধানের দাবি আম জনতার।
RAKESH MAITY