TRENDING:

Hooghly News: সারমেয় ফিরে পেল বন্ধুত্বের দাম! দুর্ঘটনায় আহত হতেই ছুটে গেলেন কাউন্সিলর থেকে প্রতিবেশীরা

Last Updated:

দুর্ঘটনায় আহত সারমেয়র সাহায্যে ছুটে এলেন কাউন্সিলর থেকে সাধারণ মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: মানুষের সব থেকে কাছের প্রজাতির জীব হল চতুষ্পদী সারমেয়। বলা হয় কুকুর মানুষের একমাত্র এমন বন্ধু যারা কোনদিনও নাকি বিশ্বাসঘাতকতা করে না। তাইতো নিজের প্রিয় বন্ধুকে বিপদের মধ্যে দেখে চুপ থাকতে পারলেন না চুঁচুড়ার মানুষজন। কাউন্সিলর থেকে সাধারণ মানুষ সবাই ছুটে এলেন সাহায্যের জন্য। অ্যাম্বুলেন্সে তুলে তাকে নিয়ে যাওয়া হলো চিকিৎসার জন্য।
advertisement

ঘটনাটি হুগলির ঘাট রেল স্টেশন এলাকার। শুক্রবার সকালে রেল লাইনের উপরে ট্রেনের ধাক্কায় চারটি পা কাটা পড়ে এক কুকুরের। স্থানীয় এক পথচারী বিষয়টি দেখতে পান। কুকুরটির নড়াচাড়া করছে কিন্তু হাঁটাচলা করার তার ক্ষমতা নেই। আর কাতরভাবে আর্তনাদ জানাচ্ছে যাতে তাকে কেউ একটু সাহায্য করে। তৎক্ষণাৎ ওই এলাকার যারা টোটো চালক রয়েছেন তারা দৌড়ে আসেন কুকুরটিকে উদ্ধার করার জন্য। কিন্তু কুকুরটির অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে নিজে থেকে তার গায়ে হাত দেওয়ার সাহস করে উঠতে পারছিলেন না কেউই। সেই সময় খবর পৌঁছায় স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্তের কাছে। কাউন্সিলর তৎক্ষণাৎ একটি অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হন ঘটনাস্থলে। কুকুরটিকে অ্যাম্বুলেন্সের তুলে নিয়ে আসা হয় পশু হাসপাতালে। এখন তার চিকিৎসা চলছে, বিকেলে হবে তার অপারেশন।

advertisement

আরও পড়ুন: বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন অধ্যাপিকা! তারপর যা ঘটল তারকেশ্বরে, শুনে শিউরে উঠবেন!

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জানান, তারা দেখতে পান একটি কুকুর রেললাইনের পাশে কাতরভাবে আর্তনাদ করছে। তারা বুঝতে পারেন কুকুরটির ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার চারটি পা কাটা পড়েছে। সাহায্যর জন্য তারা খবর দেন চুঁচুড়া আরোগ্যতে।

advertisement

আরও পড়ুন: একটি ফুটবল ম্যাচে ২৯ গোল! বাংলার বুকে ঘটে গেল অবাক কাণ্ড

এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত তিনি জানান, খবর পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। কুকুরটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়, পশু হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলছে। কুকুরটি সুস্থ হলে তাকে এক পশুপ্রেমী সংগঠন যারা এই ধরনের কুকুর, বিড়ালদের সংরক্ষণ করে রাখে তাদের কাছে দিয়ে আসা হবে। মূলত মানুষের সবথেকে কাছের বন্ধু হচ্ছে কুকুর। তারা রাতভর জেগে এলাকা পাহারা দেয়। আজ যখন সে বিপদে পড়েছে তখন সকল মানুষের কর্তব্য তার সাহায্যের জন্য এগিয়ে আসা এবং সেই কাজই করেছে চুঁচুড়ার মানুষজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফেলে দেওয়া জিনিসেই জীবিকার আলো! মাছের আঁশ-পাখনাতেই লক্ষীলাভ বারঘরিয়ায়
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: সারমেয় ফিরে পেল বন্ধুত্বের দাম! দুর্ঘটনায় আহত হতেই ছুটে গেলেন কাউন্সিলর থেকে প্রতিবেশীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল